উইনরক ইন্টারন্যাশনাল এবং বাদাবন বাগদা চিংড়ি হ্যাচারি ও নার্সিং পয়েন্ট’র আয়োজনে ১১ জানুয়ারি সোমবার দিনব্যাপী মোংলার হলদিবুনিয়ায় বাদাবন নার্সিং পয়েন্ট’র অফিস চত্বরে আধা-নিবিড় বাগদা চিংড়ি চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১০টায় প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাদাবন বাগদা চিংড়ি হ্যাচারি ও নার্সিং পয়েন্ট’র মালিক মোঃ শাহ আলম শেখ।
প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চিংড়ি বিশেষজ্ঞ মোঃ আনিসুর রহমান, ইউএসডি’র বাগেরহাট জেলা ম্যানেজার মোঃ এরশাদুল ইসলাম ও এ্যাকুয়া কালচার ডেভেলপমেন্ট অফিসার এ টি এম ইউনুছ।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ, চিলা ইউপি চেয়াম্যান গাজী আকবর হোসেন, আওয়ামীলীগনেতা চিংড়ি ঘের ব্যবসায়ী তরফদার মোত্তালিব মুক্ত, মনিরুল হাওলাদার রিপন, মোক্তার আলী হাওলাদার প্রমূখ। প্রশিক্ষণে আধানিবিড় পদ্ধতিতে বাগদা চিংড়ি চাষের মাধ্যমে ঘেরে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং চিংড়ির উৎপাদন বাড়িয়ে কীভাবে আয় বৃদ্ধি করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণে শতাধিক চিংড়ি ঘের মালিক উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/কেএম