মোংলায় জয়মনিরগোল বালুর মাঠ এলাকায় তল্লাশী চালিয়ে একটি হরিণের চামড়াসহ ২৪ কেজি হরিণের মাংশ উদ্ধার করেছে কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১১ এপ্রিল) রাত ১০টায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া কর্তৃক পরিচালিত এক অভিযানে হরিণের চামড়া ও মাংশ উদ্ধার করা হয়। সেইসাথে শিকার কাজে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত হরিণের চামড়া, মাংস এবং কাঠের বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নন্দবালা ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়েছে। লেফটেন্যন্ট মাহবুব হোনেন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
খুলনা গেজেট/জেএম