খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চাঁদপুরে মালবাহী জাহাজ থেকে ৬ মরদেহ উদ্ধার ; মুমূর্ষু ২
  ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
একই ঘোষণা ১৪ জন কাউন্সিলর প্রার্থীর

মোংলায় বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচন বর্জন

বাগেরহাট প্রতিনিধি

ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ এনে মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ জুলফিকার আলী ভোট বর্জন করেছেন। (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহরের মাদরাসা রোড এলাকার নিজ বাসভবনের নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

একই সাথে বিএনপি সমর্থিত ১২জন কাউন্সিলর ও স্বতন্ত্র দুই জন কাউন্সিলর প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের চাপে সাধারণ ভোটাররা কেন্দ্রে যেতে পারছেন না। বাঁধা পেরিয়ে কেউ কেউ যেতে পারলেও সরকারি দলের নিয়োগকৃত ক্যাডারদের সামনে তাদের পছন্দের প্রতীকে ভোট দিতে বাধ্য করা হচ্ছে। এভাবে কোন সভ্য দেশে নির্বাচন হতে পারে না। আমি নিজে কয়েকটি কেন্দ্রে এমনি লজ্জাষ্কর ভোট ডাকাতির চিত্র দেখেছি।

বর্জন করা কাউন্সিলররা হলেন, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাবিব ফকির, মাইনুল ইসলাম, ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইমান হোসেন, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সুমন মল্লিক, ইউনুস আলী, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুর রাজ্জাক, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এমরান হোসেন, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এ্যাড. মোঃ হোসেন, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ আলাউদ্দীন, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ খোরশেদ আলম, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এম এ কাদের, সংরক্ষিত ১, ২,৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কমলা বেগম,, ৪৫,৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী লিলি বেগম, ৭, ৮,৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আয়শা বেগম।

কাউন্সিলরা বলেন, শুধু মেয়র প্রার্থীর ভোটার সমর্থক নয়, কাউন্সিলর প্রার্থীর সমর্থক ও ভোটারদেরকেও কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। আমাদের সমর্থকদেরও মারধর করেছে আওয়ামী সমর্থিত কাউন্সিলর প্রার্থী ও দলীয় নেতাকর্মীরা।

মোংলা উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, নির্বাচন বর্জনের বিষয়টি আমরা এখনও জানিনা। তনে যেসব স্থানে ঝামেলার কথা জেনেছি সেসব জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা হয়েছে।

নির্বাচনে আওয়ামী লীগের আব্দুর রহমান, বিএনপির জুলফিকার আলী, স্বতন্ত্র প্রার্থী মোকছেদুর রহমান গামা মেয়র পদে নির্বাচন করছেন। এছাড়া ৯টি সাধারণ ওয়ার্ডে ৩৫ জন কাউন্সিলর ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ১২ জন মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এই নির্বাচনে ৩১ হাজার ৫২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে ১৬ হাজার ৬৮১ জন পুরুষ এবং ১৪ হাজার ৮৪০ জন নারী ভোটার রয়েছে। মোংলা পৌরসভার ১২ টি কেন্দ্রে ১৩৮টি ভোটিং মেশিন ভোট চলছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোট বিকেল ৪টায় শেষ হবে।

সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য মোংলা পোর্ট পৌরসভার ১২টি কেন্দ্রের জন্য ১২ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ২২০ জন পুলিশ, র‌্যাব, কোস্ট গার্ড, আনাসার ও ডিবি পুলিশ মোতায়েন করা হয়েছে। ১২টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ১২ জন প্রিজাইডিং অফিসার ও ৯২ জন সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন মোংলা উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!