উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে মোংলায় দুই চেয়ারম্যান প্রার্থী ও একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী সহ তিন প্রার্থীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৮ মে) দুপুরে মেংলা পৌর শহর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানার আদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচন আচরণবিধি ম্যাজিস্ট্রেট মো.তারিকুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আসন্ন মোংলা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গের অপরাধে চিংড়ি মার্কার চেয়ারম্যান প্রার্থী আবু তাহের হাওলাদারের প্রতিনিধি সোহাগকে ১০ হাজার টাকা, আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী মো. ইকবাল হোসেনের প্রতিনিধি মো. আবুল কালামকে ১০ হাজার টাকা ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ওবায়দুল ইসলাম হিমেলের প্রতিনিধি মো. ইলিয়াস হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম বলেন, আসন্ন মোংলা উপজেলা নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে কাজ করছে প্রশাসন। নির্বাচনী আচরণ বিধিমালা ২০১৬ এর বিভিন্ন ধারা লঙ্ঘন করায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে