খুলনা, বাংলাদেশ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ জনের করোনা পজিটিভ
  খুলনায় যুবদল নেতাকে গুলি করে ও পায়ের রগ কেটে হত্যা

মোংলায় গ্যাসবাহী জাহাজের সাথে কয়লাবাহী লাইটারের সংঘর্ষ, জেলে নিখোঁজ

মোংলা প্রতিনিধি

মোংলা বন্দর শিল্প এলাকায় অবস্থিত ওমেরা জেটিতে ১৯০০ মে.টন এলপিজি ডিসচার্জ করে বিদেশি বাণিজ্যিক জাহাজ MT. Era Star বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে এলাকায় যাওয়ার পথে শুক্রবার রাত আনুমানিক ১১ ঘটিকায় মোংলা বন্দরের পশুর চ্যানেলের J-8 রেড বয়ার কাছাকাছি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কয়লা বহনকারী লাইটারেজ জাহাজ এম.ভি মিজান এর সাথে সংঘর্ষ হয়।

এতে বিদেশি বাণিজ্যিক জাহাজ MT. Era Star এর ক্ষতি না হলেও কয়লা বহনকারী লাইটারেজ জাহাজ এম.ভি মিজান এর সামনের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়।

বিষয়টি বেতার যন্ত্রের মাধ্যমে জানতে পেরে মোংলা বন্দর কর্তৃপক্ষের মুরিং বোট এম এল মতি ও টাগ বোট এম টি শিবসা ঘটনাস্থালে গিয়ে লাইটার জাহাজটিকে উদ্ধার করে কাইনমারি চরে নিরাপদে নিয়ে এসে এংকর করে। এম ভি মিজান লাইটারেজ জাহাজের ৭ জন ক্রু অক্ষত অবস্থায় রয়েছে।

তবে বাণিজ্যিক জাহাজ ও লাইটারেজ জাহাজ এর সংঘর্ষের ফলে সৃষ্ট ঢেউ এর তোড়ে ঘটনাস্থলের অদূরে থাকা একটি কাঁকড়ার নৌকা থেকে নদীতে পড়ে খুলনা জেলার দাকোপ উপেজলার রূয়াটা এলাকার মৃত গণি হাওলাদারের ছেলে লোকমান হাওলাদার (১৮) নিখোঁজ হয়।

নিখোঁজ জেলেকে উদ্ধারে কোস্ট গার্ড দুইটি হাই স্পীড বোট নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!