খুলনা, বাংলাদেশ | ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী আজ
বাঁধ নিয়ে উৎকণ্ঠা

মে আসলেই আতঙ্ক বাড়ে উপকূলবাসীর!

জি এম রিয়াজুল আকবর, কয়রা

প্রতিবছর মে মাস আসলে আমাদের মনে খুব ভয় লাগে। বিভিন্ন দুর্যোগে আমাদের বাড়ির সামনে কপোতাক্ষ নদীর বাঁধ ভেঙে গ্রামে পানি ঢুকেছে। এতে আমাদের গ্রামবাসীর ব্যাপক ক্ষয় ক্ষতি করেছে। আমরা বাড়িতে থাকতে পারি না সাইক্লোনে গিয়ে আশ্রয় নিতে হয়। জোয়ারের পানিতে ঘরের ভেতর থাকা মালামাল জিনিসপত্র সব ভেসে যায়। আমাদের ১৪ বিঘা জমি এই কপোতাক্ষ নদের ভাঙ্গনে চলে গেছে। প্রায় ১৫ দিন আগে আবার আমাদের এই বাড়ির সামনের কপোতাক্ষ নদীর হরিণখোলার গ্রামের বেড়িবাঁধে ভাঙ্গনের ধস নেমেছে। নদীর জোয়ারের স্রোতের গতি বৃদ্ধি পেলে ধাক্কা লাগলে যেকোনো সময় এই বাঁধ ভেঙে আবার আমাদের গ্রামে পানি ঢুকতে পারে। নদীতে জোয়ার হলে আমি প্রায় এসে এসে দেখি একেবারে ভেঙে গেল কিনা!

এভাবে বুধবার দুপুরে বেড়িবাঁধের উপর বসে কথাগুলো বলেছিলেন কপোতাক্ষ নদীর পাড়ের হরিণখোলা গ্রামের বাসিন্দা শাহাদাত শেখ।

একই গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী মোঃ ওলিউল্লাহ বলেন, আমাদের জায়গা জমি যা ছিল সব এই কপোতাক্ষ নদীর ভাঙ্গনে চলে গেছে আমরা বর্তমানে অসহায় হয়ে বস্তিতে বসবাস করছি।

তিনি আরও বলেন, আমাদের নিজস্ব কোন জায়গা জমি নেই অন্যের কাছ থেকে ভিক্ষা করে এনে জীবিকা নির্বাহ করছি। প্রতি বছর মে মাস আসলে আমাদের খুবই ভয় হয় আবার কোন দুর্যোগ এসে আমাদের বসত বাড়ি কেড়ে নেয় কিনা।

ঘাটাখালি গ্রামের বাসিন্দা মোঃ মফিজুল ইসলাম বলেন, কপোতাক্ষ নদীর ভাঙ্গনে আমাদের ভিটেবাড়ি সব নদীতে চলে যাচ্ছে। আমরা দুরবস্থার মধ্যে বসবাস করছি। কখন আবার বাঁধ ভেঙে আমাদের লোকালয়ে পানি ঢোকে। আমরা বাচ্চাকাচ্চা নিয়ে পরিবার নিয়ে কোথায় যাব আমাদের যাওয়ার কোন জায়গা নেই।

তিনি আরও বলেন, প্রতিবছর এই মে মাস আসলে আমরা আতঙ্কে থাকি কখন দুর্যোগ আসবে। আমাদের রাতে ঠিকমত ঘুম হয় না আমরা কোথায় যাব কি করব। উর্দ্ধতন যেসব কর্মকর্তা আছে তারা আমাদের দেখে না। দুর্যোগ হলে আমরা আশ্রয় কেন্দ্রে গিয়ে থাকি ওখানে আমাদের না খেয়ে জীবন যাপন করতে হয়। এই অবস্থায় আমাদের জীবন যাপন করতে হচ্ছে।

তিনি আরও বলেন, এই কিছুদিন আগে আমাদের কপোতাক্ষ নদীর হরিণ খোলা গ্রামের বেড়িবাঁধে ধস নেমেছে। আমরা এই নিয়ে খুব আতঙ্কে আছি।

বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা সঞ্জীব সরকার বলেন, মে মাস আসলে প্রতিদিন খবর শুনি আবার দুর্যোগ আসছে কিনা।

তিনি আরও বলেন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আমাদের বসত বাড়িতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

কয়রা নদীর চরের বাসিন্দা আন্না খাতুন বলেন, প্রতিবছর এই মে মাসে বিভিন্ন ঝড়ঝাপটা আসে। আমরা নদীর চরে থাকি আমাদের ঘর ভেঙে যায়। আবার কষ্ট করে ঠিক করি।

মহেশ্বরীপুর গ্রামের বাসিন্দা মোঃ এবাদুল শিকারি বলেন, মে মাসে খুব ভয় হয় বিভিন্ন দুর্যোগে আমাদের অনেক ক্ষতি হয়েছে এখনো সে ক্ষতি কাটিয়ে উঠতে পারিনি।

তিনি আরও বলেন, আমাদের বাড়ির সামনের বেড়িবাঁধটা ঠিক করলে রাতে একটু ঘুম পড়তে পারতাম।

খিরোল গ্রামের মোঃ লিটন বলেন, আমরা ত্রাণ চাই না টেকসই বেড়িবাঁধ চাই।

একই কথা বলেন এ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

মাদ্রাসা শিক্ষক মাওলানা মোঃ হাবিবুল্লাহ বলেন, আমাদের কয়রা উপজেলার যে সকল দুর্বল বেড়িবাঁধ রয়েছে এ সকল বেড়িবাঁধগুলো দ্রুত ঠিক করতে হবে। তাহলে নদী ভাঙ্গনের হাত থেকে কয়রাবাসী রেহাই পাবে। তিনি দুর্বল বেড়িবাঁধগুলো দ্রুত সংস্কারের দাবি জানান।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড খুলনা-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল আলম বলেন, ওখানে আমাদের কাজ করা হচ্ছে। পুরো থানার ঢেড় কিলোমিটারের মতো কাজ অলরেডি আমরা টেন্ডার করেছি এ মাসের ১৫ তারিখের মধ্যে আমরা রিসিভ করবো ঠিকাদার এ মাসেই মাঠে নেমে যাবে। এর মধ্যে যদি সমস্যা মনে হয় তাহলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব। আমাদের কাছে যে বাঁধগুলো ঝুঁকিপূর্ণ মনে হয়েছে সেগুলো আমরা টেন্ডার করে ওয়ার্কশীট দিয়েছি৷ এ সপ্তাহের মধ্যে ঠিকাদার মাঠে চলে যাবে।

তিনি আরও বলেন, এর বাইরে যে জায়গা গুলো নিচু মতো আছে সেগুলো আমাদের মনিটরিং চলছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!