মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে হোঁচট খেয়েছে ইংল্যান্ড। ছেলেদের ক্রিকেটে বিশ্বজুড়ে দাপট থাকলেও এবার মেয়েদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকোপে ভাগ্য সুপ্রসন্ন হয়নি। মাত্র ৬৮ রানে গুটিয়ে গিয়ে খুইয়েছে শিরোপার হাতছানি। সে সুযোগ লুফে নিয়ে ৭ উইকেটের জয় তুলে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান ভারতীয় দলের অধিনায়ক শেফালি ভার্মা। তার সিদ্ধান্ত যে ভুল ছিল না, তা প্রমাণ করে দিলেন ভারতীয় বোলাররা। নতুন বল হাতে দুই জোরে বোলারই ইংল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামালেন।
তিতাস সাধুর সুইং সামলাতেই পারলেন না ইংল্যান্ডের ব্যাটাররা। ৪ ওভার বল করে মাত্র ৬ রান খরচ করে ২ উইকেট তুলে নিলেন তিনি। ইংলিশ ব্যাটারদের অস্বস্তিতে রাখেন অর্চনা দেবীও। ৩ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নিলেন। পার্শ্ববী চোপড়া ১৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন শেফালি ভার্মা, সোনম যাদব ও মন্নত কাশ্যপরা।
ইংলিশদের হয়ে সর্বোচ্চ রায়ান ম্যাকডোনাল্ড। ২৪ বল খেলে ১৯ রান করে আউট হন তিনি। তার ব্যাট থেকে আসে তিনটি চার।
মাত্র ৬৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৩৬ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। তাদের হারাতে হয়েছে তিন ব্যাটারকে। ভারতের হয়ে সৌম্য তিওয়ারি ও গঙ্গাদি ত্রিশা করেন সর্বোচ্চ সংগ্রহ। উভয়ের ব্যাট থেকেই ২৪ রান। ইংল্যান্ডের হয়ে হান্নাহ ব্যাকার, গ্রেইস স্ক্রিভেন্স ও অ্যালেক্সা স্টোনহাউস নিয়েছেন একটি করে উইকেট।
টি-টোয়েন্টি ক্রিকেটে ওভার প্রতি মাত্র ১.৫ রান খরচ করেন তিতাস সাধু। আর তাতেই তার হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। তবে শিরোপা হারালেও ইংলিশ ক্রিকেটার গ্রেইস স্ক্রিভেন্স হয়েছেন টুর্নামেন্টের সেরা।