কক্সবাজার জেলার পেকুয়ায় মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ মিটাতে গিয়ে ছুরিকাঘাতে আব্দুল মালেক (৪৫) নামের এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
রোববার (২৮ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে এক চায়ের দোকানে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, লুডু খেলাকে কেন্দ্র করে ওই এলাকার আব্দুল মালেকের ছেলে পারভেজের সঙ্গে একই এলাকার নুরুল আমিনের ছেলে হেনার ঝগড়া হয়। তখন উচ্চ চিৎকার শুনে এগিয়ে আসেন পারভেজের বাবা। অপর দিক থেকে আসেন হেনার পিতা নুরুল আমিন। সংঘর্ষ শুরু হলে, সংঘর্ষের একপর্যায়ে হেনা ও তার বাবা নুরুল আমিন পারভেজের বাবাকে ছুরিকাঘাত করলে তিনি গুরুত্বর আহত হন।
এসময় স্থানীয়রা দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য ক্নিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে পেকুয়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু শুয়েব সবুজ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মালেকের মৃত্যু হয়। তার শরীরের ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তিনি আরও জানান, হামলার শিকার আহত তিনজনের চিকিৎসা চলছে।
এ বিষয়ে পেকুয়া থানার ওসি মো: ফরহাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/এমএনএস