মেহেরপুরের গাংনী হাড়াভাঙ্গা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট মা-ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জুন) রাত ৯টার দিকে নিজ বাড়িতে পাখিভ্যানের চার্জার লাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মায়ের নাম তাসলিমা খাতুন ও তার কোলের শিশু মাহি । তাসলিমা হাড়াভাঙ্গা গ্রামের দিনমজুর ভ্যানচালক মিন্টু মিয়ার স্ত্রী।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, রাতে নিজ বাড়ির আঙিনায় পাখিভ্যানের চার্জার সংযোগ দেয় তাসলিমা। এ সময় তার কন্যা মাহি তার কোলেই ছিল। বৈদ্যুতিক লাইনের সঙ্গে পাখিভ্যানের চার্জার সংযোগ স্পর্শ করতেই তাসলিমা বিদ্যুতায়িত হয়। পরে প্রতিবেশীরা টের পেয়ে মা ও মেয়েকে মৃত অবস্থায় উদ্ধার করে। মা ও কোলের শিশুর মর্মান্তিক এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খুলনা গেজেট/এসজেড