খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  আগুন নিয়ন্ত্রণে, খুলনায় পাট গোডাউনসহ ১০ দোকানের কোটি টাকার মালামাল পুড়ে ছাই

মেহজাবীন ও নির্মাতা হিমিকে পুরস্কৃত করল পুলিশ

বিনোদন ডেস্ক

কর্মক্ষেত্রে একজন নারী সার্জেন্টের ঘাত প্রতিঘাত, প্রতিবন্ধকতা নিয়ে গেল ঈদে ‘আলো’ শিরোনামের একটি নাটক নির্মাণ করেছিলেন নির্মাতা মাহমুদুর রহমান হিমি। নাটকটি গল্প লেখার পাশাপাশি ছোটপর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নাটকটির নারী সার্জেন্ট চরিত্রে অভিনয় করেন।

দেশের নারী ট্রাফিক পুলিশদের নিয়ে এমন সাহসী গল্প লেখা ও নাটকটি নির্মাণের জন্য অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা মাহমুদুর রহমান হিমিকে পুরস্কৃত করেছে বাংলাদেশ পুলিশের উইমেন্স নেটওয়ার্ক (বিপিডব্লিউএন)।

বৃহস্পতিবার তাদের হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ উইমেন্স নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) এর সভাপতি ও ডিআইজি (প্রটেকশন এন্ড প্রটোকল), স্পেশাল ব্রাঞ্চ আমেনা বেগম।

এমন সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী মেহজাবীন নিজেও। তিনি বলেন, ‘যখন এই কাজটি করি, তখন বুঝিনি বাংলাদেশ পুলিশ এই নাটকটি দেখবে এবং সবাই এতো পজিটিভ ফিডব্যাক দিবেন। শুধু তাই না, আয়োজন করে যে সম্মান তারা আমাদের আজকে দিলেন, এটা যে কোনো অভিনয় শিল্পী বা নির্মাতার জন্য দারুণ অভিজ্ঞতার। ভবিষ্যতে আমরা বাংলাদেশ পুলিশের ইতিবাচক দিকগুলো নিয়ে আরো কাজ করতে পারবো, সেটার জন্য এই পুরস্কার অনুপ্রাণিত করবে।’

মেহজাবীন জানান, ২০১৯ সালে গাড়ি নিয়ে জ্যামে আটকে থাকার সময় একটি ঘটনা দেখে ‘আলো’ নাটকের গল্পের প্লট তার মাথায় আসে।

নাটিক নির্মাণ করে এমন পুরস্কার পাওয়া প্রসঙ্গে নির্মাতা মাহমুদুর রহমান হিমি বলেন, ‘এটি সত্যিই আমার জন্য অন্যরকম একটা পাওয়া এবং অন্য-ধরের একটা সম্মাননা আমার জন্য। কাজটির জন্য এমন একটা সম্মাননা পাওয়া একজন নির্মাতা হিসেবে আমি বলবো আশীর্বাদ আমার জন্য। এই সম্মাননা আমার ভালো কাজের দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে।এখন বুঝতে পারছি আরও দায়িত্ব নিয়ে সামনে ভালো কাজ করতে হবে এই উপলব্ধি হয়েছে নিজের মধ্যে।’

নাটকে আরও অভিনয় করেছেন আহসানুল হক মিনু, মনোজ প্রামাণিক, ইকবাল হোসেন প্রমুখ।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!