লুসাইল স্টেডিয়াম দেখলো লিওনেল মেসি শো। আর এতে ছিন্নবিচ্ছিন্ন হলো ক্রোয়েশিয়ার হৃদয়। মেসি গোল করলেন, করালেন, সেই সঙ্গে দলকে নিয়ে গেলেন স্বপ্নের ফাইনালে।
এ জয়ে গত আসরের চরম প্রতিশোধ নেয় হয়ে গেল আর্জেন্টিনার। কাকতালীয় বিষয় গত আসর আর্জেন্টিনা এই ক্রোয়েশিয়ার কাছে হেরেছিল ৩-০ গোলে আজ ক্রোয়েশিয়া একই আর্জেন্টিনার কাছে হেরেছে ৩-০ গোলে।
এই ম্যাচে মেসি গড়েছেন চারটি রেকর্ড। যার মধ্যে তিনি ছাড়িয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে, জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউস, আর্জেন্টাইন কিংবদন্তি গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও মেক্সিকান কিংবদন্তি রাফায়েল মার্কুইজকে। চলতি আসরে মেসি গোল্ডেন বলের দৌড়ে রয়েছেন কিলিয়ান এমবাপ্পের সঙ্গে একই সমানে।