খুলনা, বাংলাদেশ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল-রিকশা সংঘর্ষে নিহত ২
  বুয়েট ছাত্র আবরার হত্যায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল
  খুলনার শীর্ষ চরমপন্থি নেতা শেখ শাহীনুল হক শাহীনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

মেসিকে ‘হৃদয় বড় করে’ বার্সায় ফেরার উপদেশ

ক্রীড়া প্রতিবেদক

লিওনেল মেসির সঙ্গে পিএসজির বনিবনা হচ্ছে না। সে কারণেই নতুন চুক্তিও আলোর মুখ দেখছে না। পিএসজি সমর্থকেরা গ্যালারি থেকে আর্জেন্টাইন তারকাকে ‘দুয়ো’ দিচ্ছেন; সাবেক ফরাসি ফুটবল তারকারা ঘোষণা করেই দিয়েছেন, মেসিকে এনে পিএসজির কোনো লাভ হয়নি।

এদিকে বার্সেলোনা মেসিকে ফিরিয়ে আনতে চায়। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিও তাঁকে পেতে আগ্রহী। সর্বশেষ সৌদি আরবের ক্লাব আল-হিলাল বিশ্বকাপজয়ী তারকাকে দলে টানতে বছরে চার হাজার কোটি টাকার একটা প্রস্তাব দিয়েছে।

এসবই মেসিকে ঘিরে গত কয়েক দিনের ঘটনাপ্রবাহ। আসলে কী ঘটতে যাচ্ছে! মেসি বার্সেলোনায় ফিরবেন, এটাও নিশ্চিত নয়। কিছুদিন আগে শোনা গেল, বার্সেলোনা নাকি মেসিকে ফেরাতে বড় অঙ্কের পৃষ্ঠপোষক খুঁজছে। এমনিতেই আর্থিক সমস্যায় জর্জরিত ক্লাবটি।

মেসিকে ফেরাতে হলে যে বেতন গুণতে হবে, সেই সামর্থ্য কি বার্সেলোনার আছে? তা ছাড়া স্কোয়াডের খরচ কমানোর ঝামেলাও আছে। আর মেসি কিন্তু বার্সা ছাড়তে চাননি, লা লিগার ‘বেতনসীমা’ নিয়মই তাঁকে বাধ্য করেছিল ২০২১ সালে নিজের আতুঁরঘর বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখাতে।

পিএসজির সঙ্গে নতুন চুক্তি না হলে এই জুনেই ক্লাবহীন হয়ে যাবেন মেসি। যেকোনো দলেই যেতে আর বাধা থাকবে না। কিন্তু মেসির মতো ফুটবলারকে দলে টেনে নেওয়ার সামর্থ্য দুনিয়ার খুব বেশি ক্লাবের নেই। বার্সেলোনার কথা উঠছে কারণ, মেসি ২০২১ সালেই বার্সা ছাড়ার সময় কাঁদতে কাঁদতে বলেছিলেন, তিনি আবারও বার্সেলোনায় ফিরে আসবেন।

পিএসজি কর্মকর্তারা নাকি দল নিয়ে নতুন পরিকল্পনা করছেন। কিছু কিছু সংবাদমাধ্যম খবর দিচ্ছে, মেসি নাকি মৌসুমের বাকি ম্যাচগুলো খেলবেন না। এদিকে বার্সেলোনা উয়েফার আর্থিক সংগতি নীতির ব্যাপারে ছাড়পত্রের অপেক্ষায় আছে। সব মিলিয়ে মেসির পুরো ব্যাপারটাই ধোয়াশাচ্ছন্ন হয়ে আছে।

ব্রাজিলের হয়ে ২০০৫ ফিফা কনফেডারেশনস কাপজয়ী সাবেক মিডফিল্ডার জুনিনহো পেরনাম্বুচানো মেসিকে বার্সেলোনায় দেখতে চান। তবে সেটি একটু ভিন্নভাবে। একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে লিঁওর সাবেক এই তারকা এবং ‘ডেড বল বিশেষজ্ঞ’ হিসেবে খ্যাতি পাওয়া জুনিনহো বলেছেন, ‘মেসি ফুটবল থেকে প্রায় সবকিছুই অর্জন করেছে। তাঁর আর চাওয়া-পাওয়ার কিছু থাকা উচিত নয়। ক্যারিয়ারের এ সময় তাঁর পুরোনো ক্লাব বার্সেলোনায়ই ফেরা উচিত। তবে একটু অন্যভাবে।’

সেই ‘অন্যভাবে’ ফেরাটা কী, জুনিনিও জানিয়েছেন সেটিও, ‘মেসি যদি বার্সেলোনায় ফিরতে চায়, তাহলে নতুন চুক্তি, বেতনের অঙ্ক এসব ব্যাপার সমর্থকদের খুব একটা খুশি করবে না। মেসির ফেরা উচিত হৃদয়টাকে বড় করে। সমর্থকদের উদ্দেশে আরও একটা বক্তৃতা দিয়ে। বার্সেলোনার বর্তমান আর্থিক অবস্থা যা, মেসি এভাবে ফিরলেই ভালো হবে।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!