খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর
  ফরিদপুরের নগরকান্দায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মেসিকে যে বার্তা দিলেন কিংবদন্তি পেলে

ক্রীড়া ডেস্ক

লাতিন প্রতিবেশী ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনার সম্পর্কটা চিরবৈরিতার। অন্তত ফুটবল মাঠে তো বটেই। তবে সবকিছু একপাশে রেখেই ব্রাজিল কিংবদন্তি পেলে বার্তা জানালেন লিওনেল মেসিকে। হাজার হোক, সীমান্তের ওপারের এই কিংবদন্তির জন্মদিন বলে কথা!

আর্জেন্টিনা অধিনায়ক ৩৪ বছর পূরণ করে ৩৫ এ পা দিয়েছেন গত বৃহস্পতিবার। সে দিনে মেসি ভেসেছেন প্রশংসা, আর শুভকামনার জোয়ারে। তবে পেলে যা বলেছেন, তা নিশ্চয়ই অনেকদিন মনের গহীনে সযতনে আগলে রাখবেন মেসি।

পেলে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসিকে জানিয়েছেন শুভেচ্ছা। ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি মেনশন করেছেন আর্জেন্টাইন জাদুকরকে। লিখেছেন, ‘শুভ জন্মদিন লিও মেসি। ফুটবল বিশ্বকে এভাবেই মুচকি হাসাতে থাক।’

চিরপ্রতিদ্বন্দ্বী দেশের প্রতিনিধি হলেও আর্জেন্টাইনদের প্রতি পেলের এভাবে বার্তা দেওয়া নতুন কিছু নয় মোটেও। গত বছর যখন ম্যারাডোনার মৃত্যুতে শোকাহত হয়ে পেলে বলেছিলেন, ‘যেখানেই থাক, ভালো থেক ডিয়েগো। স্বর্গে আমরা একসঙ্গে ফুটবল খেলব।’

মেসি পেলেরই রেকর্ড ভেঙেছিলেন চলতি বছরের শুরুতে। এক ক্লাবে সর্বোচ্চ গোলের রেকর্ডটা এখন বার্সেলোনা অধিনায়কের। ৬৪৪তম গোলটি করার পরও মেসিকে অভিনন্দন জানিয়েছিলেন পেলে।

তবে পেলের আরেকটা রেকর্ডকে হুমকির মুখে ফেলে দিয়েছেন মেসি। বর্তমানে তার আন্তর্জাতিক গোলসংখ্যা ৭৩টি, আর পাঁচটা গোল হলেই তো পেলেকে হটিয়ে বনে যাবেন লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলদাতা। বর্তমানে ৭৭ গোল নিয়ে লাতিন ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলের কীর্তিটা নিজের দখলে রেখেছেন পেলে। সান্তোসে গড়া রেকর্ডটা মেসিই ভেঙেছেন, আন্তর্জাতিক ফুটবলের রেকর্ডটাও যদি ভাঙেন, আরও একদফা অভিনন্দনই হয়তো তাকে জানাবেন ব্রাজিলীয় কিংবদন্তি!

 

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!