খুলনা, বাংলাদেশ | ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা
  বন্ধ হয়ে গেল নভোএয়ারের ফ্লাইট

মেসিকে নিয়ে এশিয়া ও আফ্রিকা সফরে আসছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদক

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিকে সামনে রেখে এশিয়া ও আফ্রিকা সফরে চারটি প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলটির সফরসূচিতে রয়েছে চীন, অ্যাঙ্গোলা ও কাতার সফর। এই ম্যাচগুলোতে আর্জেন্টিনা দলের সঙ্গে থাকবেন লিওনেল মেসিও।

আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ওলে ও ক্রীড়া চ্যানেল টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, অক্টোবরের ফিফা উইন্ডোতে চীন সফরে যাবে আর্জেন্টিনা, যেখানে তারা দুটি ম্যাচ খেলবে। প্রতিপক্ষ এখনো চূড়ান্ত না হলেও আয়োজক দেশ চীনসহ অন্য একটি দলকে আমন্ত্রণ জানানো হতে পারে বলে জানা গেছে।

এরপর নভেম্বরে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে তারা। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর, অ্যাঙ্গোলার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে। এ উপলক্ষে সম্প্রতি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও অ্যাঙ্গোলা ফুটবল ফেডারেশনের (এফএএফ) শীর্ষ কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক হয়।

ওই বৈঠকে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া সরাসরি মেসির সঙ্গে ফোনে কথা বলেন। মেসি তখন ২০০৬ সালে অ্যাঙ্গোলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের স্মৃতিচারণা করেন, যা হয়েছিল ইতালিতে এবং আর্জেন্টিনা ২-০ গোলে জিতেছিল।

অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচের পর আর্জেন্টিনা যাবে কাতারে। সেখানেও তারা একটি প্রীতি ম্যাচ খেলবে। এই কাতারেই ২০২২ সালের বিশ্বকাপে শিরোপা জিতেছিল লিওনেল স্কালোনির দল। কাতারে প্রতিপক্ষ কে হবে, তা এখনও নিশ্চিত হয়নি।

এর আগে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেয় আর্জেন্টিনা। কনমেবল বাছাইপর্বে এখনো তাদের চারটি ম্যাচ বাকি চিলি, কলম্বিয়া, ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে, যা অনুষ্ঠিত হবে জুন ও সেপ্টেম্বরে।

বিশ্বকাপ শুরুর আগে দীর্ঘ সময় খেলার বাইরে না থেকে যতটা সম্ভব প্রস্তুতি ম্যাচ খেলতে চায় আর্জেন্টিনা। এ কারণেই প্রীতি ম্যাচগুলোর সূচি আগেভাগেই ঠিক করে নিচ্ছে এএফএ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!