খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

ক্রীড়া প্রতিবেদক

বার্সেলোনা কিংবদন্তি লিওনেল মেসির গড়া রেকর্ড দখলে নিলেন পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ২০ গোল করার রেকর্ডটি নিজের করে নিলেন এই ফরাসী ফরোয়ার্ড। এর আগে রেকর্ডটি ছিল মেসির দখলে। বুধবার ইস্তাম্বুল বাসাকসেহিরের বিপক্ষে ম্যাচের ৪২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এমবাপ্পে। এরপর আরো একটি গোল আদায় করেন তিনি।

২১ বছর ৩৫৫ দিন বয়সে চ্যাম্পিয়ন্স লিগে ২০ গোলের মাইলস্টোন ছুঁলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তরুণ। এর আগে মেসি এমন কীর্তি গড়েছিলেন ২২ বছর ২৬৬ দিন বয়সে।

চ্যাম্পিয়ন্স লিগে সর্বকনিষ্ঠ হিসেবে ২০ গোল করা ৫ ফুটবলার:

     বয়স                            ফুটবলার

২১ বছর ৩৫৫ দিন              কিলিয়ান এমবাপ্পে
২২ বছর ২৬৬ দিন              লিওনেল মেসি
২২ বছর ২৯৭ দিন              রাউল গঞ্জালেস
২৩ বছর ১৫৭ দিন          আলেসান্দ্রো দেল পিয়েরো
২৩ বছর ২৮২ দিন              করিম বেনজেমা

 আগের দিন ফরাসী লিগ ওয়ানে মন্টেপিলার এর বিপক্ষে আরেকটি কীর্তি গড়েন এমবাপ্পে। পিএসজির হয়ে ক্যারিয়ারের ১০০তম গোলটি আদায় করেন তিনি। তারপর দিনই এলো এমন একটি রেকর্ড ছোঁয়ার সুযোগ। এই তরুণের সুসময় কাটছে বলাই যায়!

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!