মেরাজেতে গেলো নবি আমরাতো জানি
কুরআন ও হাদীসে পড়ি এই বাণী।
কাবা ঘর থেকে নবি মেরাজেতে যায়
জিবরীল ফেরেশতা নবি সাথে পায়।
সফরটা শুরু হয় বোরাকেই চড়ে
মালিকের নির্দেশ পালন সে করে।
রজবের রাতে নবি মেরাজেতে গেলো
সাত ওই আসমান দেখতে যে পেলো।
পূর্বের নবিরাতো সাক্ষাতে আসে
খুব দামি মেহমান পেয়ে যায় পাশে।
অগণিত ফেরেশতা দেয় মারহাবা
কত বড় মর্যাদা! যায়নাতো ভাবা।
বেহেশত-দোজখ যে সব হলো দেখা
মালিকের আরশেতে নবি যায় একা।
বেশ কথা বলে নবি মালিককে দেখে
নামাজটা উপহার মেরাজের থেকে।
খুলনা গেজেট/এনএম