খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  কুয়েট উপাচার্য এবং উপ-উপাচার্যকে অব্যাহতির প্রক্রিয়া শুরু করেছে সরকার, ৫৮ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার ও টেস্টে অতিরিক্ত ফিস আদায়ে জরিমানা

ফুলতলা প্রতিনিধি

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার (৭মে) দুপুরে ফুলতলার দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

এ সময় করোনা ও ডেঙ্গু টেস্টে সরকার নির্ধারিত ফিসের চেয়ে অতিরিক্ত ফিস নেওয়ার অভিযোগে দামোদর নতুনহাট এলাকায় গাজী ল্যাবের মালিক তুহিন গাজীকে ৩০ হাজার টাকা এবং ফুলতলায় ডাঃ এটিএম মঞ্জুর মোর্শেদের মালিকাধীন এ গফুর মেমোরিয়াল প্রাইভেট হাসপাতালে মেয়াদোত্তীর্ণ টেস্ট উপকরণ (কেমিক্যাল) এবং অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্ন পরিবেশ বিরাজ করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক মো. সেলিম আহমেদ, জেলার সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব, স্যানেটারী ইন্সপেক্টর দেলোয়ার হোসেন, ক্যাব প্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!