জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার (৭মে) দুপুরে ফুলতলার দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
এ সময় করোনা ও ডেঙ্গু টেস্টে সরকার নির্ধারিত ফিসের চেয়ে অতিরিক্ত ফিস নেওয়ার অভিযোগে দামোদর নতুনহাট এলাকায় গাজী ল্যাবের মালিক তুহিন গাজীকে ৩০ হাজার টাকা এবং ফুলতলায় ডাঃ এটিএম মঞ্জুর মোর্শেদের মালিকাধীন এ গফুর মেমোরিয়াল প্রাইভেট হাসপাতালে মেয়াদোত্তীর্ণ টেস্ট উপকরণ (কেমিক্যাল) এবং অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্ন পরিবেশ বিরাজ করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক মো. সেলিম আহমেদ, জেলার সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব, স্যানেটারী ইন্সপেক্টর দেলোয়ার হোসেন, ক্যাব প্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এএজে