খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান
  ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত

মেট্রোরেলের ঠিকাদারি প্রতিষ্ঠানের কারখানায় ডাকাতি

গেজেট ডেস্ক 

রাজধানীর রূপনগরে মেট্রোরেলের কনস্ট্রাকশন কাজে নিয়োজিত চীনের এক ঠিকাদারি প্রতিষ্ঠানের কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রূপনগর থানায় ‘সিনোহাইড্রো’ নামের ওই প্রতিষ্ঠনের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

শুক্রবার দুপুরে এ ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ। তবে ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি।

জানা যায়, গত মঙ্গলবার (১ এপ্রিল) ইফতারের আগ মুহূর্তে রূপনগর থানাধীন বেড়িবাঁধ এলাকার ওই প্রতিষ্ঠানের মালামাল রাখার স্থানে ট্রাক নিয়ে লুটপাট চালায় ৮-১০ সদস্যের একদল ডাকাত দল। এ সময় তারা সিনোহাইড্রোর নিরাপত্তারক্ষীসহ কর্তব্যরত কর্মচারীদের বেঁধে গাড়িতে করে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের মালামাল নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, এলাকাটি জনশূন্য হওয়ায় বেড়িবাঁধ সংলগ্ন স্থানটিতে দীর্ঘদিন ধরেই নানারকম অপরাধমূলক কর্মকাণ্ড হয়ে আসছে। সর্বশেষ গত ১ এপ্রিল চাইনিজ ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের গোডাউন ডাকাতি করে অপরাধী চক্রের সদস্যরা।

এ বিষয়ে জড়িতদের গ্রেপ্তার বা শনাক্তের বিষয়ে জানতে চাইলে রূপনগর থানার ওসি আব্দুল মজিদ বলেন, মামলার তদন্তের স্বার্থে এখন কিছুই বলা যাচ্ছে না। ডাকাতি কাজে ব্যবহৃত গাড়ি শনাক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!