ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘লাল সন্ত্রাস’ ঘোষণার অভিযোগে ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের লিপুচ চত্তরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সম্প্রতি মেঘমল্লার বসুর নেতৃত্বে প্রকাশ্যে ‘লাল সন্ত্রাসের’ ডাক দেওয়া হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ এবং শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই ঘোষণার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ও শিক্ষাঙ্গনকে অস্থিতিশীলতা থেকে রক্ষার জন্য শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন।
বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের লিপুজ চত্তর থেকে শুরু হয়ে জয় বাংলা চত্তরে গিয়ে শেষ হয়।
এসময় রিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আবু দারদা সোহান বলেন, লাল সন্ত্রাস ও ছাত্র ইউনিয়নের যে নব্য জঙ্গীবাদের অতৎপরতা তা সাধারণ শিক্ষার্থীদের সম্মিলিতভাবে রুখে দিতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র ইউনিয়নকে নিষিদ্ধ করতে হবে।
ফার্মেসি বিভাগের শিক্ষার্থী শাহিনুর রহমান বলেন, ২০২৪ এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই সন্ত্রাসবাদের উত্থান সাধারণ শিক্ষার্থীরা কখনো মেনে নেবে না। সুবিধাবাদী ছাত্র ইউনিয়নের এই সন্ত্রাসী কালো হাত অবিলম্বে গুড়িয়ে দিতে হবে।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আবু কালাম বলেন, ছাত্র ইউনিয়ন এমন এক সংগঠন যাদের পূর্বেও সন্ত্রাসী কর্মকাণ্ডের ইতিহাস রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেঘ মল্লার বসুর এই ঘোষণার মধ্যে ছাত্র ইউনিয়নের সেই সন্ত্রাসী তৎপরতা আবারো ফিরে আসার প্রবণতা লক্ষ্য করা যায়, যা অবিলম্বে রুখে দেয়া জরুরি।
খুলনা গেজেট/এনএম