খুলনা, বাংলাদেশ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি
  ঘাটতির মধ্যেও স্বাস্থ্যসেবায় ২৫ শতাংশ উন্নতি সম্ভব : প্রধান উপদেষ্টা
  জুলাই-আগস্টে যত মানুষ হত্যা হয়েছে সব দায় শেখ হাসিনার : চিফ প্রসিকিউটর

মৃত ব্যক্তির তরফে হজ ও ওমরা করা যায় কি?

গে‌জেট ডেস্ক

হজ ইসলামের পাঁচটি মূল ভিত্তির একটি। পবিত্র কুরআনে সুরা আল-হজ নামে একটি সুরাও রয়েছে। সামর্থ্যবান প্রত্যেকের জন্য জীবনে একবার হজ করা ফরজ।

হাদিসে এসেছে, ইবন আব্বাস (রা.) থেকে বর্ণিত, আকরা ইবন হাবিস (রা.) রাসুল (সা.) কে জিজ্ঞেস করেন, ইয়া রাসুলুল্লাহ্, হজ কি প্রতি বছরই ফরজ, নাকি জীবনে একবার? জবাবে রাসুল (সা.) বলেন, জীবনে একবার হজ করা ফরজ। এর অধিক যদি কেউ করে তবে তা তার জন্য অতিরিক্ত (সুনান আবু দাউদ, হাদিস: ১৭২১)।

আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিত অপর হাদিসে এসেছে, রাসুল (সা.) কে জিজ্ঞাসা করা হলো- সর্বোত্তম আমল কোনটি? তিনি (নবীজি) বললেন, আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি ঈমান আনা।

জিজ্ঞাসা করা হলো, তারপর কোনটি? নবীজি বললেন, আল্লাহর পথে জিহাদ করা। জিজ্ঞাসা করা হলো, তারপর কোনটি? রাসুল (সা.) বললেন, হাজ-ই-মাবরূর (মাকবুল হজ)। (সহিহ বুখারি, হাদিস: ১৪২৯)

এ ক্ষেত্রে কেউ যদি হজের নিয়ত করে তা আদায়ের আগেই মারা যান, সে ক্ষেত্রেও বিভিন্ন হাদিস পাওয়া যায়। ইবনু আব্বাস (রা.) থেকে বর্ণিত, জুহায়না গোত্রের একজন মহিলা রাসুল (সা.) এর নিকট এসে বললেন- আমার আম্মা হজের মানত করেছিলেন, তবে তিনি হজ আদায় না করেই ইন্তেকাল করেছেন। আমি কি তার পক্ষ থেকে হজ্জ করতে পারি? জবাবে রাসুলুল্লাহ (সা.) বললেন, তার পক্ষ থেকে তুমি হজ আদায় করো। তুমি কি মনে করো যদি তোমার আম্মার ওপর ঋণ থাকতো তাহলে তুমি কি তা আদায় করতে না? সুতরাং, আল্লাহর হক আদায় করে দাও। কেননা আল্লাহর হকই সবচাইতে অধিক আদায়যোগ্য। (সহিহ বুখারি, হাদিস: ১৭৩২)

আবার পুরুষের পক্ষে মহিলার হজ আদায়ের কথাও হাদিসে পাওয়া যায়। আবদুল্লাহ ইবনু আব্বাস (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, ফযল (ইবনু আব্বাস) (রা.) রাসুলুল্লাহ (সা.) এর সওয়ারীতে তার পেছনে বসা ছিলেন। এমতাবস্থায় খাস’আম গোত্রের এক মহিলা আসলেন। রাসুল (সা.) কে তিনি বললেন, আমার আব্বা বৃদ্ধ অবস্থায়। আল্লাহর পক্ষ থেকে তার ওপর হজ ফরজ হয়েছে এমন সময়, যখন তিনি সওয়ারীর ওপর বসে থাকতে পারছেন না।

আমি কি তার পক্ষ থেকে হজ আদায় করতে পারি? জবাবে রাসুল (সা.) বললেন, হ্যাঁ। এটি ছিল বিদায় হজের সময়কার ঘটনা। (সহিহ বুখারি, হাদিস: ১৭৩৪)

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!