কাফনের কাপড়ের বিবরণঃ
পুরুষের কাফনের কাপড় ৩টি ও মাহিলার ৫টি হওয়া সুন্নাত।
১. ইজারঃ এটা মাথা থেকে পা পর্যন্ত লম্বা হবে।
২. চাদরঃ এটা ইজার থেকে ৯ ইঞ্চি লম্বা হবে।
৩. জামাঃ এটা গর্দান থেকে পা পর্যন্ত লম্বা হবে।
এই হল পুরুষের ৩টি। মহিলাদের এই ৩টির সাথে আরো দুটি আছে।
৪. সীনা বন্দঃ এটা বগল থেকে রান পর্যন্ত হতে হবে। তবে নাভি পর্যন্ত হলেও চলবে।
৫. ওড়নাঃ এটা তিনহাত লম্বা হবে।
পুরুষের কাফন পরিধানের নিয়মঃ
(ক) কাফনের কাপড়কে ৩/৫/৭ বার আগরবাতি প্রভৃতির ধোঁয়া দিবে।
(খ) প্রথমে চাদর (লিফাফা) বিছাবে, তার উপর ইজার, তার উপর জামার নীচের অর্ধাংশ বিছাবে এবং অপর অর্ধাংশ মাথার কাছে গুটিয়ে রাখবে। তারপর মৃত ব্যক্তিকে এই বিছানো কাপড়ের উপর চিত করে শোয়াবে এবং মাথার কাছে জামার গুটানো অংশ মাথার উপর দিয়ে এমনভাবে টেনে আনবে যেন জামার গলার ছিদ্র গলার সাথে লেগে যায়। এরপর গোসলের সময় যে কাপড় ছিল তা বের করবে এবং নাক-কান ও মুখ থেকে তুলা বের করে আনবে। তারপর মাথা ও দাঁড়িতে আতর/যে কোন হালাল খুশবু লাগাবে। তারপর সেজদার স্থানসমূহ তথা কপাল, নাক, উভয় হাতের তালু, উভয় হাঁটু, উভয় পায়ে কর্পুর লাগাবে। তারপর ইজারের বাম পাশ উঠাবে অতঃপর ডান পাশ উঠাবে এবং ডান পাশ উপরে থাকবে। তারপর চাদরের বাম পাশ অতঃপর ডান পাশ উঠাবে। অতঃপর সুতা বা কাপড় দিয়ে মাথা, পা এবং শরীরের মধ্যখানে বেঁধে দিবে যেন বাতাসে বা নড়াচড়ার কারনে কাফন খুলতে না পারে।
মহিলাদের কাফন পরিধানের নিয়মঃ
যেহেতু মহিলাদের ৫ কাপড় তাই পুরুষ আর মহিলার কাফন পড়ানোর ক্ষেত্রে কিছু আলাদা নিয়ম আছে।
(ক) কাফনের কাপড়কে ৩/৫/৭ বার আগরবাতি প্রভৃতির ধোঁয়া দিবে।
(খ) প্রথমে চাদর (লিফাফা) বিছাবে, তারপর ইজার, তারপর সীনা বন্দ, তারপর জামার নীচের অর্ধাংশ। তারপর মৃত মহিলাকে কাফনের উপড় চিত করে শোয়াবে। তারপর পুরুষের ওখানে বর্ণিত নিয়মানুযায়ী জামা পড়াবে, এরপর গোসলের সময় যে কাপড় ছিল। তা বের করবে এবং নাক, কান ও মুখ থেকে তুলা বের করে আনবে। তারপর খুশবু লাগাবে। অতঃপর মাথার চুল ২ ভাগ করে একভাগ ডানদিকে আরেকভাগ বাম দিকে রাখবে। অতঃপর ওড়না মাথা এবং চুলের উপর রেখে দিবে তারপর সীনা বন্দ বগলের নীচ দিয়ে প্রথমে বাম দিকে পরে ডান দিকে জড়াবে। অতঃপর ইজারের বাম দিক তারপর ডান দিক এমনভাবে উঠাবে যেন ওড়না তার ভিতরে এসে যায়। তারপর চাদর অনুরূপভাবে বাম পাশে তারপর ডান পাশে উঠাবে এবং সবশেষে পূর্বোক্ত নিয়মে তিনস্থান বেঁধে দিবে।
লেখক : ইমাম ও খতিব, কেন্দ্রীয় জামে মসজিদ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সদস্য, আল মাহমুদ ফাউন্ডেশন, খুলনা।
খুলনা গেজেট/এনএম