আমি আজ মৃত!
মরে গেছি জীবন থেকে,
তবে কেনো এসেছো মরা মানুষের কাছে।
আমি একজন ভূত!
যার নেই কোনো অস্তিত্ব,
শুধু আছে একটা ভয়ানক নাম।
তবে তার কাছে কেনো এসেছো
কি চাও নতুন করে?
আবার মেরে ফেলবে
নাকি কষ্টের পাথরে বুকে চাপাবে।
সে তো মরে গেছে
কেমনে যাবে তোমার সাথে,
আজ সে ঘুমিয়ে আছে
সেই শেষ ঠিকানার বাড়িতে।
তুমি আর জ্বালিয়ও না
তাকে উঠাইয়ো না।
সে চিরদিন ঘুমিয়ে থাকুক,
যা তুমি চেয়েছিলে।
সে কথা বলবে না
আর ঘুম ভাঙবে না।
তুমি ক্যান এসেছো,
তাকে ডিস্টার্ব করতে।
যেদিন সে বাঁচতে চেয়েছিলে
কিন্ত কেউ আসো নি,
তাকে একটু বাঁচাতে
অক্সিজেন দিয়ে বাচিয়ে রাখতে।
সার্থপরের মত দেখেও
পাশে এলে না।
কেমন অবহেলায় তাকে
দেখলে অন্য চোখে।
আজ কেনো দেখতে এসেছো
আর দেখেও কি লাভ?
সে তো সব মায়া ভুলে
কষ্টকে পাথর চাপা দিয়ে,
চলে গেছে না ফেরার দেশে।
তুমি চলে যাও
আর কখনও এসো না,
পারলে চিরদিন ভুলে যাও
কিন্তু দুঃখ করিও না।।
মৃত জীবন সবার আসবে
সবাই একটু করে কাঁদবে,
যার যার প্রিয়জনের কথা
কতজন বা মনে রাখবে।।