খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  খুলনা, বরিশালে আজ বৃষ্টি হতে পারে

মুস্তাফিজ-তাসকিনদের নতুন কোচ অ্যালান ডোনাল্ড

ক্রীড়া প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার অ্যালান ডোনাল্ডকে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সাথে চুক্তি করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অ্যালান ডোনাল্ডকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

খেলোয়াড়ি জীবনে ৭২টি টেস্ট ও ১৬৪টি ওয়ানডে খেলেছেন ডোনাল্ড। পেস বোলার হিসেবে টেস্টে ৩৩০টি ও ওয়ানডেতে ২৭২টি উইকেট শিকার করেছিলেন তিনি। একসময় আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষ বোলার ছিলেন তিনি। ইংলিশ কাউন্টিতেও মাঠ মাতিয়েছেন।

৫৫ বছর বয়সী এই কোচ খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর কোচিংকে ক্যারিয়ার হিসেবে বেছে নেন। ধারাভাষ্যকার হিসেবেও কুড়িয়েছেন খ্যাতি। তবে বর্তমানে তার মূল পরিচয় কোচ হিসেবে। ২০০৭ সালে ইংল্যান্ডের অন্তর্বর্তীকালীন বোলিং পরামর্শকের দায়িত্বে ছিলেন। এরপর নিজেই সিদ্ধান্ত নেন, কোচিং করাবেন কাউন্টি ক্রিকেটে।

আন্তর্জাতিক দলগুলোর মধ্যে ইংল্যান্ড ছাড়াও দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে কোচিং করিয়েছেন। বাংলাদেশের বর্তমান প্রধান কোচ রাসেল ডমিঙ্গো দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ থাকাকালে ডোনাল্ডকে বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল। এছাড়া আইপিএলসহ জিম্বাবুয়ে ও নিজ দেশ দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে কোচিং করিয়েছেন ডোনাল্ড।

ওটিস গিবসন চলে যাওয়ার পর থেকে ফাঁকা পরে ছিল বাংলাদেশ দলের পেস বোলিং কোচের পদ। দক্ষিণ আফ্রিকায় গুরুত্বপূর্ণ সফরকে সামনে রেখে এক দক্ষিণ আফ্রিকাকে নিয়োগ দিয়েই সেই ফাঁকা স্থান পূরণ করল বিসিবি।

গিবসনের উত্তরসূরি করার ভাবনায় বিসিবির তালিকায় ছিলেন ৩-৪ জন কোচ। তাদের মধ্যে ডোনাল্ডের নাম খুব একটা আলোচনায় ছিল না। টাইগারদের সফল পেস বোলিং কোচ গিবসন গত নিউজিল্যান্ড সফর পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। এরপর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) রানার-আপ হওয়া দল মুলতান সুলতান্সের বোলিং কোচের দায়িত্ব নেন তিনি। তবে পূর্ণ মেয়াদে কাজ করবেন ইয়র্কশায়ারের প্রধান কোচ হিসেবে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!