খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড
  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

মুস্তাফিজকে টপকে গেলেন ফ্রাইলিঙ্ক

ক্রীড়া প্রতিবেদক

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বাঁহাতি পেসারদের মধ্যে সেরা বোলিং পারফরম্যান্স ছিল এতদিন মুস্তাফিজুর রহমানের। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ২২ রান খরচ করে নিউজিল্যান্ডের পাঁচ উইকেট শিকার করেছিলেন বাংলাদেশের এ তারকা পেসার।

মুস্তাফিজকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের মধ্যে সেরা বোলিং পারফরম্যান্স এখন নামিবিয়ার জান ফ্রাইলিঙ্কের।

মঙ্গলবার দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টিতে ৪ ওভারে ২৪ রান দিয়ে ৬ উইকেট নেন ফ্রাইলিঙ্ক। আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে এটাই সেরা বোলিংয়ের রেকর্ড।

ইতিহাসের পঞ্চম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬ উইকেট নিয়েছেন ফ্রাইলিঙ্ক।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!