খুলনা, বাংলাদেশ | ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বিশেষ ক্ষমতা আইনে অভিনেত্রী মেঘনা আলমের ৩০ দিনের আটকাদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে তার বাবার রিট
  এবারের ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ শুরু হবে সকাল ৯টায়
  নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজ ক্যাম্পাসে প্রবেশের ঘোষণা কুয়েট শিক্ষার্থীদের

মুস‌লিম‌বি‌রোধী আই‌নের প্রতিবা‌দে বিক্ষোভে উত্তাল কলকাতা

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে পাস হওয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে ভারতজুড়ে চলছে বিক্ষোভ। এরই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতেও বিক্ষোভ দেখিয়েছে প্রভাবশালী ধর্মীয় সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দ। দলটির রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে কলকাতার রামলীলা ময়দানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অংশ নেন হাজার হাজার মানুষ।

সমাবেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার প্রথম প্রহর থেকেই পার্ক সার্কাস, মৌলালি, লেনিন সরণি, মা ফ্লাইওভার ও এজেসি বোস রোডে সৃষ্টি হয় ভয়াবহ যানজট। প্রতিবাদকারীদের দাবি, নতুন ওয়াকফ আইন সংখ্যালঘুদের সম্পত্তি অধিকার খর্ব করবে। এতে মুসলিমদের বহু প্রতিষ্ঠান ও সম্পদ চরম হুমকির মুখে পড়বে।

প্রসঙ্গত, গত সপ্তাহে ভারতের পার্লামেন্ট উত্তপ্ত তর্কবিতর্কের পর মুসলিম ওয়াকফ (সংশোধনী) বিলটি পাস হয়। পরে শনিবার (৫ এপ্রিল) দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিলটিতে সম্মতি দেয়ায় এটি এখন ভারতের একটি আইনে পরিণত হয়েছে। তবে এই বিলটিকে চ্যালেঞ্জ করে অন্তত চারটি পিটিশন সুপ্রিম কোর্টে দাখিল করা হয়েছে।

সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের প্রতিবাদের দাবিতে গত কয়েকদিন ধরেই ভারতের বিভিন্ন শহরের পাশাপাশি পশ্চিমবঙ্গেও বিক্ষোভ চলছিল। মঙ্গলবার বিকেল থেকে আন্দোলন হিংসাত্মক হয়ে ওঠে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। আইনশৃঙ্খলার আরও অবনতি ঠেকাতে, রঘুনাথগঞ্জ ও সুতি থানা এলাকা জুড়ে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা (পুরোনো ১৪৪ ধারা) জারি করা হয়। পাশাপাশি বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাও।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!