মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুনের ব্যাটে ভর করে মিরপুর টেস্টের তৃতীয় দিন মোটামুটি ভালোই শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু টিকে থাকার চ্যালেঞ্জে বেশিক্ষণ থিতু হতে পারলেন না মিঠুন। দিনের প্রথম ঘণ্টার শেষ দিকে সাজঘরে ফিরেছেন তিনি। মোট ১৩৯ মিনিট ব্যাট করে ৮৬ বলে ১৫ রান করে ফেরেন মিঠুন।
দিনের প্রথম ঘণ্টায় হাফসেঞ্চুরি তুলে নেন মুশফিক। ৪৪.৩ তম ওভারে রাকিম কর্নওয়ালের বল মিডঅনে সিঙ্গেল নিয়ে টেস্ট ক্যারিয়ারের ২২তম হাফসেঞ্চুরি তুলে নেন মুশফিক। হাফসেঞ্চুরির পর তিনিও টিকলেন না। কর্নওয়ালের বলেই ৫৪ রানে আউট হয়ে ফিরলেন ড্রেসিংরুমে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছয় উইকেটে ১৫৮ রান। এখনো ২৫১ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।
মিরপুর টেস্টের দ্বিতীয় দিন হতাশায় ডুবিয়েছেন বাংলাদেশের ক্রিকেটারেরা। আগে ব্যাট করে প্রথম ইনিংসে বিশাল সংগ্রহ গড়ে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। গতকাল শুক্রবার দিনের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ব্যর্থতার পরিচয় দিয়েছেন মুমিনুল, সৌম্য, শান্তরা। দিন শেষে লড়াই করেছেন মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন। আজ দিনের শুরুতে ফিরে গেলেন মিঠুনও।
গতকাল প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৬ ওভার ব্যাট করে চার উইকেটে ১০৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। ৩০৪ রানে পিছিয়ে থেকে আজ তৃতীয় দিন শুরু করেছে মুমিনুল হকের দল।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় সেশনের শেষ দিকে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। কিন্তু ব্যাটিংয়ে নেমে শুরুতেই হতাশ করলেন স্বাগতিক ক্রিকেটারেরা। সাকিব আল হাসানের চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েছিলেন সৌম্য সরকার। কিন্তু টেস্টে নতুন করে জায়গা ফিরে পাওয়ার সুযোগ কাজে লাগাতে পারলেন না তিনি। ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই বিদায় নিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
সৌম্যর পর তিন নম্বরে ব্যাট করতে নেমে বাউন্ডারি দিয়ে শুরু করেন নাজমুল হোসেন শান্ত। অথচ পরের বলেই ফিরে যান সাজঘরে। দলীয় ১১ রানের মাথায় দুই উইকেট হারায় বাংলাদেশ। দুটি উইকেটই নিয়েছেন গ্যাব্রিয়েল।
পরপর দুই উইকেট হারানোর পর ওপেনার তামিম ইকবালের সঙ্গে কিছুটা লড়াই করেন অধিনায়ক মুমিনুল হক। কিন্তু আশা জাগিয়েও টিকে থাকতে পারল না এই জুটি। দলীয় ৭১ রানের মধ্যে তামিম-মুমিনুল দুজনেই ফেরেন ড্রেসিং রুমে।
চার টপ অর্ডার ব্যাটসম্যানকে হারানোর পর দিনের শেষ অংশ মোহাম্মদ মিঠুনকে নিয়ে লড়াই করেন মুশফিক। পঞ্চম উইকেটের এই জুটিতে চড়ে দিনের শেষ অংশ পার করে বাংলাদেশ।
এর আগে প্রথম ইনিংসে ৪০৯ রানের বিশাল সংগ্রহ গড়ে ওয়েস্ট ইন্ডিজ। রানের দেখা পেয়েছেন ক্যারিবীয় ব্যাটসম্যানেরা।
খুলনা গেজেট/এনএম