খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ৪ দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি দল
  পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৫

মুশফিকের সেঞ্চুরিতে লিডের পথে এগোচ্ছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন সাদমান ইসলাম। ৯৩ রানে কাঁটা পড়েন এই টাইগার ওপেনার। তবে সেই ভুল করলেন না অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। টেস্টের চতুর্থ দিনে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। ২০০ বলে সেঞ্চুরি করেছেন মিস্টার ডিপেন্ডেবল। টেস্টে ক্যারিয়ারে এটি মুশফিকের ১১তম সেঞ্চুরি।

তৃতীয় দিনে মুশফিক ৫৫ ও লিটন দাস ৫২ রানে অপরাজিত ছিলেন। চতুর্থ দিনে খেলতে নেমে শুরুতেই সাজঘরে ফিরে যায় লিটন। দলীয় ৩৩২ রানে ৭৮ বলে ৫৬ রানে আউট হন লিটন।

লিটনের বিদায়ের পর ক্রিজে আসেন মেহেদি হাসান মিরাজ। তাকে সঙ্গে নিয়ে ধীরগতিতে খেলতে থাকেন মুশফিক। সময়ের সঙ্গে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার।

অবশেষে ২০০ বলে তিন অংকের ঘর স্পর্শ করেন মুশফিক। পাকিস্তানের বিপক্ষে টেস্টে এটি তার প্রথম শতক।

১১৭ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩৮৯ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। মুশফিক ২০৮ বলে ১০১ ও মিরাজ ৪৪ বলে ১৭ রানে অপরাজিত আছেন।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!