মুম্বাইয়ের হয়ে ফিফটি করলেন অধিনায়ক রোহিত শর্মা, তবে সুরইয়া কুমার ইয়াদব ছাড়া সঙ্গী হিসেবে পেলেন না তিনি। ফিফটি করলেন পাঞ্জাব কিংসের অধিনায়ক লোকেশ রাহুলও, মায়াঙ্ক আগারওয়াল আর ক্রিস গেইলকে সঙ্গী হিসেবে পেলেন তিনি। তাতে মুম্বাইয়ের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় পেয়েছে প্রীতি জিনতার দল।
চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক রাহুল। আগে ব্যাট করতে নেমে শুরুতে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেনি মুম্বাই। দলীয় ৭ রানেই আউট হন ওপেনার কুইন্টন ডি কক। ৫ বলে ৩ রানে দ্বীপক হুদার শিকার হন তিনি।
চলতি আসরে ব্যর্থ ইশান কিশাণ এদিনও কিছু করতে পারেননি। ১৭ বলে ৬ রান করে সাজঘরে ফেরত যান তিনি। এরপর সুরইয়া কুমারের সঙ্গে জুটি বাধেন রোহিত। দুজন মিলে গড়েন ৭৯ রানের জুটি। ৩ চার ও ১ ছক্কায় ২৭ বলে ৩৩ রান করে রবি বিষ্ণুইয়ের বলে আউট হন তিনি।
ফিফটি তুলে নেন অধিনায়ক রোহিত শর্মা। ৫ চার ও ২ ছক্কায় ৫২ বলে ৬৩ রান করেন তিনি। তবে তার বিদায়ের পর মুম্বাইয়ের বাকি ব্যাটসম্যানরা সংগ্রহটাকে বেশি বড় করতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩১ রানে থামে মুম্বাইয়ের ইনিংস।
জবাব দিতে নেমে শুরু থেকে সাবধানে খেলতে থাকেন মুম্বাইয়ের দুই ওপেনার রাহুল ও মায়াঙ্ক আগারওয়াল। তাদের জুটিতে আসে ৫৩ রান। ৪ চার ও ১ ছক্কায় ২০ বলে ২৫ রান করে আউট হন আগারওয়াল। তবে এতটুকুই, আর বিপদ ঘটতে দেননি রাহুল ও গেইল। ৩ চার ও ছক্কায় ৫২ বলে ৬০ রান করে রাহুল ও ৫ চার ও ২ ছক্কায় ৩৫ বলে ৪৩ রান করে গেইল অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। ১৪ বল হাতে রেখে ৯ উইকেটের বড় জয় পায় পাঞ্জাব।