একটানা বৃষ্টির জেরে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে পৃথক পৃথকভাবে দুটি বাড়ি ভেঙে ১৫ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ধ্বংসস্তূপের নীচে অজস্র বাসিন্দা আটকে রয়েছে। শনিবার গভীর রাতে মুম্বাইয়ের চেম্বুরের ভরতনগর ও বিক্রোলি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। মৃতের সংখ্যা আরো বাড়বে বলে পুলিশের দাবি। রবিবার ভোরে দুটি এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনী এসেছে।
পুলিশ আরও জানিয়েছে যে, চেম্বুরের ভরতনগর এলাকায় যে বাড়িটি মাটিতে ভেঙে পড়েছে সেখানেই ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে চেম্বুরের যে বাড়িটি ভেঙে পড়েছে সেখানে অভিযান চালিয়ে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে। ধ্বংসযজ্ঞে আরো মৃতদেহ আটকে রয়েছে বলে পুলিশের দাবি। বাড়ি দুটি ‘বিপজ্জনক’ বাড়ি হিসাবে আগেই চিহ্নিত ছিল কি না পুলিশ তার খবর নিচ্ছে। তবে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারের কাজ করছে।
খুলনা গেজেট/এনএম