খুলনা, বাংলাদেশ | ২৮ ভাদ্র, ১৪৩১ | ১২ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেপ্তার

মুন্সীগঞ্জে সংঘর্ষে নিহত ২, আহত ৫০

গেজেট ডেস্ক 

মুন্সীগঞ্জ শহরের থানারপুল চত্বরে আন্দোলনকারী ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন। আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে কমপক্ষে পাঁচটি মোটরসাইকেল।

রোববার সকাল ১০টা থেকে কোটা সংস্কার আন্দোলনকারী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ রিপোর্ট লেখার সময় (বেলা সাড়ে ১১টা) পর্যন্ত সংঘর্ষ অব্যাহত ছিল। সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে।

জানা গেছে, আজ সকাল ১০টার দিকে শহরের থানারপুল এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীরা জড়ো হলে সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীরা বেশ কয়েকজন ছাত্রকে মারধর করে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। এরপর আন্দোলনকারীরা সেখানে পাল্টা হামলা চালালে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

পরিস্থিতি সামাল দিতে থানারপুল এলাকায় পুলিশ অবস্থান নেয়। তবে সেখানে এখনও উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক আবু হেনা মোহাম্মদ জামাল ২ জনের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে অনেক আহত রোগী রয়েছেন, তাদের মাঝে অনেকে গুলিবিদ্ধ। হাসপাতালে ২ জনের মরদেহ রয়েছে।

এ ব্যাপারে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল ইসলাম গণমাধ্যমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!