বাগেরহাটের কচুয়ায় মুদি দোকানে অগ্নিকান্ডে দগ্ধ হয়ে আমিনুর রহমান মুন্সি (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এসময় দগ্ধ হয়েছে হাবিবুর রহমান শেখ (২০) ও হৃদয় ওরফে অন্তর শেখ (১৮) নামের আরও দুইজন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে কচুয়া উপজেলার কামারগাতি গ্রামে বাগেরহাট-চিতলমারী সড়কের পাশের মো. বাচ্চু শেখের মুদি দোকানে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের মাধ্যমে জানাযায়, আগুনে আহত তিনজনকে ফায়ার সার্ভিস উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুত্বর হওয়ায় আমিনুর ও হাবিবুর রহমানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীণ অবস্থায় আমিনুর রহমানের মৃত্যু হয়। অপর আহত হাবিবুর রহমান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হৃদয় বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদের মধ্যে আমিনুর রহমান মুন্সি (১৭) নামের এক কিশোরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (কেএমসি) নেওয়ার পরে মৃত্যু হয়েছে। অপর দুইজনের মধ্যে হাবিবুর রহমান শেখ (১৮) কেএমসিতে চিকিৎসাধীন রয়েছে। অপর আহত হৃদয় শেখ (১৮) বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত আমিনুর রহমান মুন্সি কচুয়া উপজেলার ধোপাখালি এলাকার রেজাউল মুন্সির ছেলে।
আহতরা হলেন, আমিনুর রহমান মুন্সি (১৭) এবং লুৎফর রহমান শেখের ছেলে হাবিবুর রহমান শেখ (২০)।
ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স স্টেশন, চিতলশারীর স্টেশন অফিসার এস এম আব্দুল ওয়াদুদ বলেন, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভাতে সক্ষম হয়েছে। দোকানের ভেতরে থাকা দুইজন গুরুত্বর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
খুলনা গেজেট/ এএজে