মুখে কালো কাপড় বেঁধে আর হাতে ব্যানার নিয়ে কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। রবিবার তাদের আন্দোলনের সাতদিন সম্পূর্ণ হল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার কথা বিবেচনা করে রবিবার আন্দোলন কারীরা আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্কসার্কাস ক্যাম্পের গেটে মৌন আন্দোলনের মধ্যেই তাঁদের আন্দোলন অব্যাহত রেখেছেন। তারা নীরবতার মধ্যেই তাদের প্রতিবাদ আন্দোলন চলমান রাখেন।
এদিন পার্কসার্কাস ক্যাম্পাসে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তালতলা ও রাজারহাট নিউটাউন ক্যাম্পাসের শিক্ষার্থীরা আন্দোলনে যোগদেন। ছাত্রদের দাবি, আলিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্কট মোচনে যতদিন রাজ্যসরকার উদ্যোগী না হবে ততদিন আন্দোলন চালু থাকবে। এই আন্দোলন চলমান থাকবে। লাগাতার চলবে। এই আন্দোলন গণআন্দোলনে পরিণত হবে। এর পিছনে রয়েছেন প্রাক্তনীরা,মানবাধিকার সংগঠন, বিভিন্ন গণসংগঠন, ছাত্রসংগঠন ও সংখ্যালঘু সংগঠন।
এদিন আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতের ব্যানারে যে দাবিগুলি প্ৰাধান্য পেয়েছে সেগুলি হল, অবিলম্বে আলিয়া বিশ্ববিদ্যালয়ের যাবতীয় দুর্নীতি, জালিয়াতি ও সঙ্কট মোচনে রাজ্য সরকারকে সব ধরনের ভূমিকা নিতে হবে, এই সংখ্যালঘু মর্যাদা প্রাপ্ত বিশ্ববিদ্যালয়কে নিস্ক্রিয় করার যাবতীয় চক্রান্ত বন্ধ করতে হবে, বিশ্ববিদ্যালয়ের তিনটি ক্যাম্পাসের সব ধরনের পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে, সব ধরনের শূণ্য পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে, আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমি অন্য কোনও দপ্তরকে হস্তান্তর করা চলবে না।
খুলনা গেজেট/ এস আই