খুলনা, বাংলাদেশ | ২৯ কার্তিক, ১৪৩১ | ১৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইন করে কুইক রেন্টালে দায়মুক্তি দেয়া অবৈধ ছিল : হাইকোর্টের রায়
  হাজী সেলিমের ছেলে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেপ্তার
  চার উপদেষ্টার আশ্বাসে ভোর ৪টায় হাসপাতালে ফিরলেন আহতরা

মুক্তির প্রস্তুতি নিতে চায় ‘রানা প্লাজা’

বিনোদন ডেস্ক

২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় বহু মানুষের হতাহতের ঘটনা ঘটে। এতে সবচেয়ে বেশি সংখ্যক মারা যান পোশাককর্মীরা। তাদের মধ্যে একজন ছিলেন রেশমা। ঘটনার ১৭ দিন পর সেই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। সেই ঘটনা নিয়েই ২০১৩ সালে পরিচালক নজরুল ইসলাম খান শুরু করেন ‘রানা প্লাজা’ নামের একটি ছবি নির্মাণের।

ছবিটি নির্মাণের ঘোষণার পর দর্শকের প্রবল আগ্রহ তৈরি হতে থাকে। কিন্তু বিপত্তি বাধে সেন্সর বোর্ডে। ২০১৪ সালে প্রথমবার সেন্সর ছাড়পত্রে নিষেধাজ্ঞা আসে ছবিটি নিয়ে। এতে নির্মাতা নজরুল রিট করেন হাইকোর্টে। পরে ২০১৫ সালের ১১ জুলাই ছাড়পত্র পেলেও আবার ২৪ আগস্ট মুক্তির ঠিক আগের দিন ছবিটির প্রদর্শনীতে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

তবে এখন দেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আবার আশায় বুক বেঁধেছেন পরিচালক নজরুল ইসলাম। সম্প্রতি একটি গণমাধ্যমকে তিনি জানান, সিনেমাটি নিয়ে আগামী সপ্তাহে সব কাগজপত্র ঠিক করে আবার সেন্সরে জমা দেবেন সিনেমাটি।

পরিচালকের কথায়, ‘দেশে এখন অন্তর্বর্তী সরকার, তাই আশায় বুক বেঁধে আছি আমরা। ছবিটি মুক্তির প্রস্ততি নিচ্ছি তবে তারও আগে প্রজ্ঞাপনটি বাতিল করতে হবে। আমরা এজন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করতে চাই।’

‘রানা প্লাজা’ ছবিতে রেশমা চরিত্রে অভিনয় করেন পরীমণি, টিটু চরিত্রে সাইমন সাদিক।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!