খুলনা, বাংলাদেশ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ২০১৮’র রাতের ভোটের দায় স্বীকার করে সাবেক সিইসি নুরুল হুদার জবানবন্দি
  শেখ হাসিনাসহ তিনজনের পক্ষে অভিযোগ গঠনে সময় আবেদন, পরবর্তী শুনানি ৭ জুলাই

মুক্তির আগেই রেকর্ড ভাঙছে হাউজফুল ৫

বিনোদন ডেস্ক

বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ঘরানার ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল’। ইতোমধ্যে এর চার কিস্তির প্রায় প্রতিটিই সাড়া ফেলেছে দর্শকের মাঝে। তাই তো চলতি বছর ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তি আসার ঘোষণা দেওয়া হয়েছিল অনেক আগেই। এবার দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটতে যাচ্ছে দর্শকদের।

ছবিটির ট্রেলার মুক্তির পর দর্শক উন্মাদনা তুঙ্গে ওঠে ছবিটিকে ঘিরে। আর মাত্র একদিনের অপেক্ষা; আগামী ৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘হাউজফুল ৫’। আর মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙতে চলেছে সিনেমাটি।

বলিউডের নামজাদা বহু তারকা অভিনয় করেছেন এই ফ্র্যাঞ্চাইজিতে। হাউজফুল ৫-এও রয়েছে কিছু চিরচেনা মুখ। অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, নানা পাটেকর, প্রমুখ। আর তাদের দেখতেই টিকিট বুকিং-এ হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকেরা।

স্যাচনিল্কের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা পর্যন্ত ৯৩ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে। নির্মাতারা এই ছবিটি কেবল টু ডি ফর্ম্যাটে মুক্তি দিচ্ছেন এবং প্রথম দিনে ছবিটির এগারো হাজারেরও বেশি শো চালানো হবে। অগ্রিম বুকিংয়ের প্রথম দিন সন্ধ্যা পর্যন্ত ছবিটির টিকিট বিক্রি হয়েছে ২ কোটি ৭৮ লাখ রুপির।

কিন্তু ব্লক সিটের ক্ষেত্রে এই সংখ্যা যদি দেখা যায়, তাহলে এই সংখ্যা দাঁড়ায় ৬ কোটি ৭৬ লাখ রুপিতে। বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদন অনুসারে, অক্ষয় কুমারের প্রথম দিনে সর্বাধিক উপার্জনকারী চলচ্চিত্র হওয়ার সম্ভাবনা রয়েছে ছবিটির। অগ্রিম বুকিংয়ের পরিসংখ্যানের তুলনায় ‘হাউজফুল ৫’ ইতোমধ্যেই কেশরী চ্যাপ্টার টু-এর রেকর্ড ভেঙে দিয়েছে। মাধবন ও অনন্যা পান্ডে অভিনীত সেই ছবিটি অগ্রিম বুকিং করে ১ কোটি ৮৪ লক্ষ রুপি আয় করেছিল।

২০১৯ সালে দীপাবলি উপলক্ষে মুক্তি পাওয়া ‘হাউজফুল ৪’ অগ্রিম বুকিংয়ের মাধ্যমে আয় করেছে ৮ কোটি রুপি। প্রথম দিনে ছবিটির ব্যবসা ছিল ১৯ কোটি ০৮ লাখ রুপি। সেই তুলনায় অক্ষয় কুমারের আগের ছবিগুলির ‘স্কাই ফোর্স’-এর অগ্রিম বুকিং কালেকশন ছিল ৩ কোটি ৭৮ লাখ রুপি। সিক্যুয়াল চলচ্চিত্রের ক্ষেত্রে, ‘হাউজফুল’ বেশ জনপ্রিয় হয়েছে এবং একটি ভালো ফ্যান ফলোয়িং রয়েছে।

এই সিরিজের প্রথম ছবিটি বিশ্বব্যাপী ১১৯ কোটি রুপি এবং দ্বিতীয় ছবিটি ১৮৮ কোটি রুপি আয় করেছিল। হাউজফুল ৩’ এর মোট সংগ্রহ ছিল ১৮৫ কোটি এবং ‘হাউজফুল ৪’ এর মোট আয় ছিল প্রায় ২৯৬ কোটি রুপি।

এখন দেখার বিষয় অক্ষয় কুমারের এই ছবি টোটাল ওয়ার্ল্ডওয়াইড কালেকশনের নিরিখে আগের সব ছবির রেকর্ড ভাঙতে পারে কি না। এছাড়াও দীর্ঘদিন ধরেই অক্ষয়ের কামব্যাকের অপেক্ষায় তার অনুরাগীরা; যা হাউজফুল ৫ ভালো একটি সুযোগ করে দিতে পারে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!