খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল নিলামে অবিক্রিত মোস্তাফিজুর রহমান, ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি
  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

মুক্তিযোদ্ধা আজাদ ও দলীয় নেতা অনুর মায়ের ইন্তেকালে নগর বিএনপির শোক

নিজস্ব প্রতিবেদক

বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ (৭০) ও ১৬নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম অনুর মাতা মোমেনা বেগম (৮০) ইন্তেকাল করেছেন। ২৯ আগস্ট সন্ধ্যায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা ডায়েবেডিস হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। ৩০ আগস্ট জোহর বাদ চাঁনমারি বাজার মোহাম্মাদিয়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযা হয়। জানাযায় অংশগ্রহণ করেন নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, হাসানুর রশিদ মিরাজ, তৌহিদুল ইসলাম খোকন, শুকুর গাজী, লোকমান গাজী, শাহাদাৎ হোসেন, সেলিম হোসেনসহ এলাকা গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাযা শেষে তাকে টুটুৃপাড়া সরকারি কবরস্থানে দাফন করা হয়।

৩০ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন মোমেনা বেগম। সোমবার বাদ আছর বয়রা হাজী ফয়েজউদ্দিন স্কুল প্রাঙ্গণে মরহুমার জানাযা এবং গোয়ালখালি সরকারি কবরস্থানে দাফন করা হয়।
তাদের মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং আত্মার মাগফেরাত কামনা করেছেন নগর বিএনপি’র নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামন্ডলীর সদস্য ভাষাসৈনিক এম নুরুল ইসলাম, নগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মোঃ মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এসএম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!