খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরে কারখানায় আগুন : নিহতের সংখ্যা বেড়ে ২
  হাইকোর্টের বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অনিয়ম তদন্তে রাষ্ট্রপতির অনুমোদন
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫

মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু মারিনো রিগনের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

মোংলা প্রতিনিধি

মোংলায় মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু (ভিনদেশী) ফাদার মারিনো রিগনের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন ও সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং সেবা সংস্থার আয়োজনে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মোংলার শেলাবুনিয়ায় ফাদার মারিনো রিগনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাস্কৃতিক সংগঠন।

ইতালিয়ান নাগরিক ফাদার মারিনো রিগন যাজকীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে ১৯৫৩ সালে বাংলাদেশ’র মোংলার মালগাজী গ্রামে প্রথমে আসেন। ফাদার মারিনো রিগন যাজকীয় দায়িত্ব পালনের বাইরে এসে ইতালিয়ান ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলিসহ ৪০টি কাব্যগ্রন্থ, লালন সাঁইয়ের সাড়ে তিনশো গান, জসিম উদ্দিনের নক্সীকাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট ছাড়াও এদেশের গুরুত্বপূর্ণ কবিদের অসংখ্য কবিতা অনুবাদ করেছেন।

ফাদার মারিনো রিগনকে বাংলাদেশ সরকার ২০০৯ সালে সম্মানসূচক নাগরিকত্ব এবং মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য ২০১২ সালে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করেন। এছাড়া ফাদার রিগন ১৯৮২ সালে কবি জসিম উদ্দিন একাডেমী সাহিত্য পুরস্কারসহ জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার লাভ করেন।

মঙ্গলবার বিকালে মারিনো রিগন স্মরণে মোংলার মালগাজী মিশনবাড়ীর মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস।

এতে বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগ বাগেরহাটের উপ-পরিচালক উপসচিব দেব প্রসাদ পাল, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহি অফিসার নয়ন কুমার রাজবংশী, শিক্ষাবিদ সুনীল কুমার বিশ্বাস, ফ্রান্সিস সুদান হালদার, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, ফাদার রিগনের উপর নির্মিতব্য চলচ্চিত্র’র প্রযোজক আয়েশা আক্তার লিজা, পরিচালক হেমন্ত সাদিক, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, সেবা সংস্থার নির্বাহি পরিচালক মিনা হালদার, সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনীন্দ্র নাথ হালদার, সুজন’র ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শেখ নজরুল ইসলাম প্রমূখ। আলোচনা সভা শেষে ফাদার রিগন স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!