খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  রাজধানীর হাজারীবাগে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত কিশোরের মৃত্যু
  আগুন নিয়ন্ত্রণে, খুলনায় পাট গোডাউনসহ ১০ দোকানের কোটি টাকার মালামাল পুড়ে ছাই

মিসরের বিখ্যাত নারী ইসলাম প্রচারক আর নেই

আন্তর্জাতিক ডেস্ক

মিসরের বিখ্যাত ইসলাম প্রচারক অধ্যাপক ড. আবলা আল কাহলাওয়ি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোববার তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। খবর গালফনিউজ।

১৯৪৮ সালের ১৫ ডিসেম্বর জন্ম নেওয়া এই নারী বহু প্রতিভার অধিকারী ছিলেন। তার বাবা মোহামেদ আল কাহলাওয়ি মিসরের জনপ্রিয় অভিনেতা ও আধুনিক সংগীতশিল্পী ছিলেন।

আবলা আল কাহলাওয়ি ছিলেন একজন মিশরীয় ইসলামী প্রচারক। তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের নারীদের জন্য ইসলামিক অ্যান্ড আরবি স্টাডিজ কলেজের আইনশাস্ত্রের অধ্যাপক ছিলেন। মুসলিমদের পবিত্র মসজিদে কাবায়ও সান্ধ্যকালীন দরসে নারীদের শিক্ষকতা করতেন ড. আবলা।

কায়রোর দক্ষিণ-পূর্ব এলাকার মোকাত্তাম শহরে এতিম শিশু, ক্যানসার আক্রান্ত রোগী এবং বয়স্ক আলঝেইমার রোগীদের দেখভালের জন্য ‘গুড ওমেন সোসাইটি’ নামেন একটি সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন তিনি।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!