খুলনা, বাংলাদেশ | ১৫ কার্তিক, ১৪৩১ | ৩১ অক্টোবর, ২০২৪

Breaking News

মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেলেন মাওলানা খালিদ সিবগতুল্লাহ

 নিজস্ব প্রতিবেদক

মিশরের বিশ্ববিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন খুলনার সন্তান মাওলানা খালিদ সিবগতুল্লাহ। রোববার (২৬ নভেম্বর) সকালে মিশরের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।

মাওলানা খালিদ সিবগতুল্লাহ খুলনার প্রখ্যাত আলেম উসওয়ায়ে হাসানা মাদ্রাসার মুহতামিম ও পুলিশ লাইন্স এলাকার বায়তুল মামুর জামে মসজিদের খতিব মুফতি জিহাদুল ইসলামের ছেলে।

মাওলানা খালিদ সিবগতুল্লাহ ২০১৩ সালে খালিশপুর দারুল মুকাররম মাদ্রাসায় হেফজ ভর্তির মাধ্যমে শিক্ষাজীবন শুরু করেন। এরপর বটিয়াঘাটায় মোহাম্মদনগর মাদ্রাসা, খুলনা দারুল উলুম, উসওয়ায়ে হাসানা মাদ্রাসায় লেখাপড়া করেন। ২০২২ সালে তিনি ঢাকায় যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন।

চলতি বছর মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মনোনীত হন। সেখানে আল কুরআনের ওপর ডক্টরেট করবেন তিনি।

খুলনা গেজেট/এইচ এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!