বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই মুহূর্তে সমাবেশের কোনো পরিবেশ নেই। বুধবার (৭ ডিসেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাজধানীর নয়া পল্টনে পুলিশ-বিএনপি কর্মীদের সংঘর্ষের পর দলীয় কার্যালয়ের সামনের ফুটপাতে অবস্থান নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলীয় কার্যালয়ের গেটের সামনে তিনি অবস্থান নেন। পুলিশ কর্মকর্তারা তাকে জায়গা ছেড়ে দেয়ার অনুরোধ জানালেও অনড় থাকেন বিএনপির এই নেতা।
মির্জা ফখরুল বলেন, ‘আজ আমি যাব না, এখানেই থাকব।’
পল্টনে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষের খবর শুনে বিকেলে ঘটনাস্থলে আসেন বিএনপি মহাসচিব। তিনি কার্যালয়ের ভেতর প্রবেশ করতে চাইলে পুলিশ সদস্যরা তাকে ঘিরে ধরেন; কার্যালয়ে প্রবেশ করতে দেননি। এরপরই তিনি কার্যালয়ের গেটের বাইরে ফুটপাতে বসে পড়েন।
বিএনপি নেতা-কর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদেই এই অবস্থান বলে জানান তিনি।
ফখরুল বলেন, ‘উই আর ওয়েটিং। আমরা বলেছিলাম বিকল্প কিছু দিতে। আর আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম। আর আজকে হঠাৎ করে এসে তারা এভাবে হামলা চালায়। আমাদের নেতা-কর্মীদের উপর টিয়ার শেল, গুলি, লাঠিচার্জ করল। এ দায় সরকারের।’
এর আগে বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জমায়েতের মধ্যে টিয়ার শেল ছোড়ে পুলিশ। এক পর্যায়ে ব্যপক সংঘর্ষ শুরু হয়। এতে মকবুল হোসেন নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৮ জন।
পুরো এলাকায় থমথমে অবস্থা রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ দুই পাশ থেকে রাস্তা দখল করে পুলিশ সদস্যরা বাঁশি বাজিয়ে টিয়ার শেল ছুড়ে এগুতে থাকে বিএনপির কার্যালয়ের দিকে। এক পর্যায়ে দলের নেতা-কর্মীরা পিছু হটেন।
এর আগে দুপুর ১২টার দিকে নয়াপল্টন এলাকায় একাধিক সাঁজোয়া যান, প্রিজন ভ্যান ও অতিরিক্ত স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করে পুলিশ।