নগরীর খানজাহান আলী থানাধীন রংমিল রোড সংলগ্ন মিরেরডাঙ্গা ঘাটে সোমবার বেলা পৌনে ১ টায় দেহ বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে নৌ পুলিশ।
স্থানীয় আলমগির হোসেনের পুত্র সিয়াম (১০) নদীতে গোসল করতে গেলে একটি দেহ বিচ্ছিন্ন মাথা ভেসে যেতে দেখে নিজেই নদী থেকে উপরে এসে লোকজনকে খবর দিলে তারা খানজাহান আলী থানা পুলিশকে খবর দেয়। খানজাহান আলী থানা পুলিশ ঘটনা স্থলে এসে খুলনা নৌ পুলিশে খবর দিলে নৌ পুলিশের ওসি অনিমেশ বেলা ৩ টার দিকে ঘটনাস্থলে এসে দেহ বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করে।
ঘটনার সত্যতা স্বীকার করে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস জানান, যেহেতু মাথাটি নদীর ভিতর থেকে উদ্ধার হয়েছে সেহেতু সকল দায়িত্ব এবং করণীয় নৌ পুলিশের।
খুলনা গেজেট/এমএইচবি