খুলনা, বাংলাদেশ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  দুদকের মামলায় বিএনপিনেতা আমানউল্লাহ আমানের ১৩ বছরের সাজা বাতিল করে খালাস দিয়েছেন আপিল বিভাগ
  রমনার বটমূলে বোমা হামলার মামলায় হাইকোর্টের রায় ৮ মে
  ৩৬ ঘণ্টার মধ্যে ভারতের হামলার গোয়েন্দা তথ্য আছে : পাকিস্তানের তথ্যমন্ত্রী

মিরাজের দশম ফিফটি

ক্রীড়া প্রতিবেদক

:: সংক্ষিপ্ত স্কোর ::
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৫৩/৮ (তানজিম ৪ , মিরাজ ৫০)
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২২৭/১০

ওয়েলিংটন মাসাকাদজার ফুলার লেন্থ বল মিড অফে পাঠিয়ে দ্রুত ১ রান নিলে মিরাজ। ৪৯ থেকে তার রান পৌঁছে গেল পঞ্চাশে। টেস্ট ক‌্যারিয়ারে মিরাজ পূর্ণ করলেন দশম ফিফটি। ১৬ রানে দিন শুরু করে দায়িত্বশীল ব‌্যাটিংয়ে এগিয়ে যাচ্ছেন মিরাজ।

এরই মধ‌্যে দলের রান সাড়ে তিনশ পেরিয়েছে। বাংলাদেশের লিড যত বড় হবে এগিয়ে যাওয়ার সম্ভাবনা ততই বাড়বে। ফিফটি ছোঁয়া মিরাজ ইনিংসটিকে সেঞ্চুরিতে রূপ দিতে পারেন কিনা সেটা দেখার।

মাসেকেসের ঘূর্ণিতে পরাস্ত তাইজুল

মিরাজকে দারুণ সঙ্গ দেওয়া তাইজুল পথ ভুললেন মাসেকেসের দারুণ এক ডেলিভারীতে। হাওয়ায় ভাসানো ধীর গতির বলে এগিয়ে এসে ড্রাইভ করতে চেয়েছিলেন তাইজুল। বল উইকেটে পড়েই দেয় ছোবল। মিস করে স্টাম্পড হন ৪৫ বলে ২০ রান করা তাইজুল।

জিম্বাবুয়েকে দিনের প্রথম সাফল‌্য এনে দিলেন তরুণ তুর্কী। পেলেন নিজের চতুর্থ উইকেট। ভাঙলেন ৮৪ বলে ৬৩ রানের জুটি।
৮ উইকেটে বাংলাদেশের রান ৩৪২। লিড ১১৫ রানের। মিরাজের নতুন সঙ্গী তানজিম হাসান সাকিব।

একশ রানের লিড বাংলাদেশের, মিরাজ-তাইজুল জুটির পঞ্চাশ
তাইজুল ও মিরাজের জমাট ব‌্যাটিংয়ে দ্রুত রান তুলছে বাংলাদেশ। এরই মধ‌্যে দলের রান তিনশ পেরিয়েছে। লিডও একশ রান পেরিয়ে গেছে। যা নিঃসন্দেহে দলের জন‌্য স্বস্তির খবর।

মিরাজ আগ্রাসী মনোভাবে ব‌্যাটিং করে দ্রুত রান তুলছেন। তাইজুলও তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন। অষ্টম উইকেটে তাদের জুটির রানও পঞ্চাশ পেরিয়েছে।

৭ উইকেটে বাংলাদেশের রান ৩৩০। লিড ১০৩ রানের। তাদের জুটি থেকে এসেছে ৫১ রান। মিরাজ ৩৭ ও তাইজুল ১৪ রানে ব‌্যাটিং করছেন।

১৬ মিনিট পর খেলা শুরু

১০টা ১৪ মিনিটে বৃষ্টিতে খেলা বন্ধ হয়েছিল। ১০টা ৩০ মিনিটে আবার খেলা শুরু করতে পেরেছেন অফিসিয়ালরা। ১৬ মিনিট বন্ধ ছিল খেলা।

তিনশ পেরিয়ে বাংলাদেশ, বৃষ্টিতে খেলা বন্ধ

পেসার মুজারাবানির অফস্টাম্পের বাইরের শর্ট বল দেখে চোখ বড় হয়ে গেল তাইজুলের। স্কোরিং শটের সুযোগ হাতছাড়া করলেন না বাঁহাতি ব‌্যাটসম‌্যান। কাট করলেন। টাইমিং মিলল। ফাঁকা জায়গা দিয়ে বল চলে গেল বাউন্ডারিতে।

দিনের প্রথম বাউন্ডারি এলো তাইজুলের ব‌্যাটে। এই চারে ২৯৯ থেকে বাংলাদেশের রান তিনশ পেরিয়ে গেল। লিড ৭৬ রানের।

ওই চারের পর আরো এক বল খেলা হলো। এরপর বৃষ্টির বাগড়া। আপাতত খেলা বন্ধ রয়েছে।

ক‌্যাচ দিয়ে বেঁচে গেলেন মিরাজ

আগের দিন ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে এলোমেলো করেছিলেন মাসেকেসা। অভিষিক্ত এই লেগ স্পিনার এবার তৃতীয় দিনের শুরুতেই সুযোগ তৈরি করলেন। দিনের দ্বিতীয় ওভারের প্রথম বলে মিরাজ তার বলে উইকেটের পেছনে ক‌্যাচ দিয়েছিলেন ১৭ রানে। বাড়তি গতি ও বাউন্স থাকায় উইকেটকিপার তাফাদজওয়া সিগা বল গ্লাভসবন্দী করতে পারেননি। ক‌্যাচ দিয়ে মিরাজ বেঁচে গেলেন শুরুতেই। বড় বিপদ থেকে বাঁচল বাংলাদেশও।

মিরাজ-তাইজুলের ব‌্যাটে তাকিয়ে বাংলাদেশ

বাংলাদেশের স্কোরবোর্ডে রান ৭ উইকেটে ২৯১। লিড কেবল ৬৪। স্কোরবোর্ডের এই চিত্রটা আরো সুন্দর হতে পারত। লিডটা আরো বাড়তে পারত। কিন্তু চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের খেলায় হঠাৎ ব‌্যাটিং ধসে সবকিছুই পাল্টে গেল।

বাংলাদেশের ভরসা এখন মিরাজ, তাইজুল। অপরাজিত এই দুই ব‌্যাটসম্যান বুধবার তৃতীয় দিনের খেলা শুরু করেছেন। তাদের পর আছেন হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব। লেজের এই দুই ব‌্যাটসম‌্যানও ব‌্যাটিংয়ে সামর্থ‌্য রাখেন। শেষ দিকের লড়াইয়ে বাংলাদেশ লিড কোথায় নিয়ে যেতে পারে সেটাই দেখার।

গতকাল শেষ বিকেলে মাত্র ৪ ওভার দ্বিতীয় নতুন বলে খেলা হয়েছে। আজকের সকালে ব‌্যাটসম‌্যানদের নতুন বলে কঠিন পরীক্ষা দিতে হবে। মুজারাবানি, এনগাভারার পেসের সঙ্গে অভিষিক্ত মাসেকেসার ঘূর্ণিতে টিকে থাকতে হবে দলকে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!