বঙ্গোপসাগরে অবস্থিত লঘুচাপের কারণে শুক্রবার দুপুর থেকে মিরপুরে শুরু হয়েছে বৃষ্টি। চলমান এই বৃষ্টির প্রভাব পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে। আজ (শুক্রবার) দিনে বিপিএলের দুটি ম্যাচ। যেখানে প্রথম ম্যাচে দুপুর দেড়টায় মাঠে নামার কথা ছিল সিলেট সানরাইজার্স আর ফরচুন বরিশালের। বৃষ্টির কারণে এ ম্যাচের টস হয়নি এখনো।
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এজন্য শুক্রবার সকালে রোদের দেখা গেলেও দুপুর সাড়ে ১২টার দিকে কালো মেঘে ঢেকে যায় আকাশ। তার কিছুক্ষণের মধ্যেই নামে বৃষ্টি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শের-ই বাংলায় বৃষ্টি ঝরছে। পিচ-মাঠ ঢেকে রাখা হয়েছে কাভারে। বৃষ্টি বন্ধের পর ম্যাচ অফিসিয়ালরা মাঠ পর্যবেক্ষণ করে শুরুর সময় জানাবেন।
বিপিএলে দারুণ ফর্মে রয়েছে সাকিব আল হাসানের বরিশাল। ঢাকায় প্রথম প্রথম পর্বে হারলেও চট্টগ্রাম পর্ব থেকে জয়ের ধারায় আছে দলটি। ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। অন্যদিকে ৫ ম্যাচে ১ জয়ে সিলেটের অবস্থান তলানিতে।