মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭১৯ জনে দাঁড়িয়েছে বলে ক্ষমতাসীন জান্তা প্রধান মিন অঙ হ্লাইং জানিয়েছেন।
মঙ্গলবার দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেছেন, এ প্রাকৃতিক দুর্যোগে আরও ৪৫২১ জন আহত হয়েছেন এবং ৪৪১ জন নিখোঁজ রয়েছেন। আহতের সংখ্যা ৪,৫২১ জন।
মিন অং হ্লাইং আরও বলেন, এই সংখ্যা আরও বাড়তে পারে এবং নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে যেতে পারে।
এদিকে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ধসে পড়া একটি বহুতল ভবনের ধ্বংসস্তূপ থেকে আরও একটি লাশ উদ্ধার করা হয়েছে, যা সেখানে মৃতের সংখ্যা ১৪ জনে পৌঁছিয়েছে।
খুলনা গেজেট/এনএম