খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  আগুন নিয়ন্ত্রণে, খুলনায় পাট গোডাউনসহ ১০ দোকানের কোটি টাকার মালামাল পুড়ে ছাই

মিম নেতা আসাদউদ্দিন ওয়াইসি ফুরফুরা শরীফে

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

মিম নেতা সাংসদ ও ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াসি এবার হুগলীর বিখ্যাত মুসলিম তীর্থভূমি ফুরফুরা শরীফে। শনিবার রাতে তিনি কলকাতা আসেন। রবিবার সকালে ফুরফুরা শরীফ গিয়ে দুই শীর্ষ পীরজাদা তোহা সিদ্দিকী ও আব্বাস সিদ্দিকীকে তিনি দেখা করেন।

পরে তিনি এক সাংবাদিক সম্মেলন করে বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগেস দশবছর ধরে ক্ষমতায় রয়েছেন। কিন্তু মুসলিমদের সার্বিক কোনো উন্নয়ন হয়নি। এরাজ্যের আদিবাসীরা কার্যত আরো তলানিতে পড়ে রয়েছেন। তাই এ রাজ্যের মুসলিম- আদিবাসী- সংখ্যালঘুদের উন্নয়ন নিয়ে বিশেষ কাজ করছে মিম। তাই পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনে মিমকে ভোট দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন।

ওয়াসির এই পশ্চিমবঙ্গ সফর ও ফুরফুরা শরীফ দর্শন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পশ্চিমবঙ্গ রাজনৈতিক পর্যবক্ষেকরা । তাদের দাবি, সংখ্যালঘু ভোট আর তৃণমূলের হাতে একচেটিয়া থাকবে না। আর এই ভোটে থাবা বসাতেই ওয়াইসির পশ্চিমবঙ্গ সফর ও ফুরফুরা শরীফ দর্শন ।

এদিন তিনি ভারতীয় উপমহাদেশের অন্যতম সুফিসাধক বড়হুজুর আবু বক্কর সিদ্দিকীর (রহঃ) মাজার জিয়ারত করেন। পীরজাদা আব্বাস সিদ্দিকী এদিন রাখঢাক না করেই বলেন যে, আমরা মিমের প্রার্থী দেব এই রাজ্যে। কোনো নতুন দল করব না। রাজনৈতিক মহল মনে করছে যে, মিম পশ্চিমবঙ্গের বিধান সভা ভোটে অংশ গ্রহণ করলে মুসলিম ভোটের একটা অংশ বেরিয়ে যাবে। এর ফলে ক্ষতিগ্রস্ত হবে তৃণমূল ।

এদিকে মুসলিমদের একাংশ মনে করছে , মিম পুরো বিজেপির বি- টিম। মিম পশ্চিমবঙ্গে বিজেপির সুবিধা করে দিতে আসছে। আর ওয়াইসি সাহেব পশ্চিমবঙ্গ সফরে এসেছেন।

উল্লেখ্য, এই মাসেই পরপর বিজেপির তিন শীর্ষ নেতা জেপি নাড্ডা, অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফর করবেন। তার আগে ওয়াইসির পশ্চিমবঙ্গ সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ ।

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!