খুলনা, বাংলাদেশ | ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকিকে মারধরের ঘটনায় সাবেক শিক্ষার্থী মোবারক হোসেন নোমানের ছাত্রত্ব ও সনদ সাময়িক স্থগিত

মিথ্যা অস্ত্র মামলার দায় থেকে ছেলের মুক্তি দাবি বৃদ্ধ পিতার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী জিল্লুর রহমান জীবনকে প্রার্থীতা থেকে সরাতে পরিকল্পিতভাবে অস্ত্র উদ্ধারের নাটক সাজিয়ে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন তার বৃদ্ধ পিতা। শনিবার (১ অক্টোবর) দেবহাটা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মামলাটির বিচার বিভাগীয় তদন্তসহ কারাগারে থাকা ছেলের মুক্তির দাবি জানিয়েছেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি উত্তর পারুলিয়ার বাসিন্দা প্রফেসর আব্দুল কাদের মৃধা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার ছেলে জিল্লুর রহমান জীবন অত্যন্ত মেধাবী ও জনপ্রিয় ছাত্রনেতা । বর্তমানে সে উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী। যোগ্য ও দক্ষ প্রার্থী হওয়ায় তার রাজনৈতিক প্রতিপক্ষ ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে তাকে অস্ত্র মামলায় ফাঁসিয়ে দিয়েছে। বর্তমানে আমার ছেলে জেল হাজতে রয়েছে।

তিনি বলেন, গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যার ৬টার দিকে র‌্যাব-৬ এর একটি দল সেকেন্দ্রা এলাকার সকিনা ব্রিকস সংলগ্ন মাওলা সাহাজীর চায়ের দোকান থেকে ক্যারামবোর্ড খেলারত অবস্থায় জীবনকে গ্রেপ্তার করে। সেসময় সেখানে স্থানীয় ১০-১৫জন উপস্থিত ছিলেন। গ্রেপ্তারকালে র‌্যাব সদস্যরা আমার ছেলের কাছ থেকে অবৈধ কোন কিছুই উদ্ধার করেনি। অথচ পরবর্তীতে উপজেলার বহেরা এলাকা থেকে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার দেখিয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করে র‌্যাব।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, দেবহাটা উপজেলার ক্ষমতাসীন দল ও সহযোগী সংগঠনের কতিপয় নেতারা ষড়যন্ত্রে আমার ছেলেকে তুলে নিয়ে র‌্যাব সদস্যরা অস্ত্রসহ গ্রেপ্তার দেখিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে।

তিনি এই মিথ্যে মামলাটির বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য ঘটনা উদ্ধারের দাবি জানান। একই সাথে নির্দোষ ছেলের নিঃশর্ত মুক্তির দাবিতে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!