কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আনিস খান খুনে মহাকরণ অভিযানে ছাত্রছাত্রীদের মিছিলে পুলিশের বেপরোয়া লাঠি চার্জ ও গ্রেপ্তারের প্রতিবাদে কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পৃথক পৃথকভাবে রাতভর বিক্ষোভ হয়েছে।মঙ্গলবার দফায় ছাত্র বিক্ষোভের জেরে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে ওঠে।
দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আনিস খুনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত করতে হবে ।এই ঘটনায় ন্যায় বিচার চাই।সারারাত ধরে দুই বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চলে।
এদিকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তৃণমূল সরকারকে হুশিয়ারি দিয়ে জানিয়েছে যে, এবার তারা নবান্ন অভিযান করবে। তারা আরো জানিয়েছে যে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একখানি অমানবিক তা আমাদের জানা ছিল না।
এদিকে আনিস খুনের ঘটনায় বামপন্হী ছাত্রসংগঠন এ আই এস এফ, এস এফ আই, পি এস ইউ, ডি এস ও বুধবার থানায় থানায় বিক্ষোভ প্রদর্শণ করবে। বুধবারও বিক্ষোভে উত্তাল হবে কলকাতা সহ পশ্চিমবঙ্গ।এদিন সারা বাংলা সংখ্যালঘু ফেডারেশন , বিভিন্ন মহিলা ও মানবাধিকার সংগঠন রাস্তায় নামবে ।মোট কথা আনিস খুনের ঘটনায় পশ্চিমবঙ্গ উত্তাল।