যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামার মা ম্যারিয়েন রবিনসন মারা গেছেন। শুক্রবার (৩১ মে) তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। খবর বিবিসি
মায়ের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশেল ওবামার পরিবার জানায়, ‘আমাদের তাকে প্রয়োজন ছিল। মেয়েদের তাকে প্রয়োজন ছিল।’
ম্যারিয়েন রবিনসনের বয়স হয়েছিল ৮৬ বছর। বারাক ওবামা ক্ষমতায় থাকাকালে হোয়াইট হাউসে ছিলেন মিশেলের মা। সেখানে তিনি দুই নাতনির যত্ন নেয়ার জন্য থাকতেন।
বারাক ওবামার দুই মেয়ে সাসা ও মালিয়াসহ ওবামা পরিবারের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে ম্যারিয়েন রবিনসনকে দেখা গেছে। ২০০৮ সালের নির্বাচনের রাতে বারাক ওবামা নির্বাচনী ফলাফলে এগিয়ে যাওয়ার সময় তাকে জামাইয়ের হাত ধরে থাকতে দেখা যায়।
২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত হোয়াইট হাউসে ওবামা আট বছর থাকাকালে তিনি কেবলমাত্র একবার পোপের সঙ্গে সাক্ষাৎ করেন। ম্যারিয়েন রবিনসন ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি শিকাগো অঙ্গরাজ্যের সাউথ সাইডে বেড়ে ওঠেন।
খুলনা গেজেট/এএজে