খুলনা, বাংলাদেশ | ১৭ পৌষ, ১৪৩১ | ১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  প্রতিবছর বই উৎসবের নামে আর্থিক অপচয়রোধে এখন থেকে অনলাইনে বই উৎসবের সিদ্ধান্ত, ৪১ কোটির মধ্যে ছয় কোটি বই স্কুলগুলোতে পাঠানো হয়েছে, বাকিগুলো ২০ জানুয়ারির মধ্যে দেওয়া হবে : এনসিটিবি চেয়ারম্যান
  জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামায়াত নেতা নিহত

মা হওয়ার প্রসঙ্গে যা বললেন দীপিকা

বিনোদন ডেস্ক

বিয়ের আগে বছর ৬ বছরের প্রেম। ২০১৫ সালে গোপনে আংটিবদল। ২০১৮ সালে গাঁটছড়া বাঁধেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও বলিউড অভিনেতা রণবীর সিং। বিগত কয়েক বছরে আলিয়া ভাট-রণবীর কাপুর, সোনম কাপুর, স্বরা ভাস্কর থেকে অনেক তারকা বিয়ের পর সন্তান নিয়েছেন। কিন্তু দীপিকা ও রণবীরের সংসারে নতুন অতিথির খবর জানা যায়নি। এবার নিজেদের পরিবারে নতুন সদস্যকে স্বাগত জানানোর কথা বললেন দীপিকা নিজেই। অর্থাৎ মা হতে চান তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ইচ্ছা এ কথা প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী। দীপিকার বলেন, ‘রণবীর আর আমি বাচ্চাদের খুব ভালবাসি। আমরা অপেক্ষা করছি যেদিন আমরা নিজেদের পরিবারে নতুন অতিথিকে নিয়ে আসতে পারব।’

দীপিকার মতে, ‘আমাদের পেশায়, খ্যাতি ও যশের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলা খুবই স্বাভাবিক। তবে আমার পরিবারের কোনও সদস্যই বাড়িতে আমাকে ‘তারকা’ বলে মনে করেন না। আমি ও রণবীর আমাদের সন্তানের মধ্যেও সেই বৈশিষ্ট্যগুলো দেখতে চাই।’

সঞ্জয় লীলা বনশালির ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা’ ছবির সেটে একে অপরের প্রেমে পড়েন রণবীর ও দীপিকা। তার পরে প্রায় ছ’বছরের সম্পর্ক। ২০১৮ সালে সাত পাক ঘোরেন যুগল। এখন অপেক্ষা শুধু সন্তানের।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!