খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে একদিনের ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২১৪

মায়ের স্নেহ

আবদুস সালাম খান পাঠান

মনে পড়ে মায়ের কোলে শাড়ীর আঁচলে ঘুমিয়ে থাকা
শৈশবের সোনালী দিন |
রজনী প্রহরে, আকাশের জোৎস্না তারার স্নিগ্ধ মায়ায়-
মায়ের কোলে আধো ঘুমেতে শুনেছি-‘ঘুম পাড়ানীর গান’
পরম মায়া মমতায় নয়নভরা, মায়ের কতো যে স্মৃতি ।
কতো সুধা গন্ধমাখা, গোলাপ, বেলীর পাঁপড়ির
সুগন্ধি আর ডালিম ফুলের হাসি ।
প্রাণোচ্ছল আকুলতায় হৃদয় বন্ধন, পরম শ্রদ্ধা
ভালোবাসা প্রীতি ।
কতো স্নেহাদরে মায়ের বুকে থেকে শিখি বর্ণমালা
কবিতার পংক্তিমালা, আলোকলতা বইয়ের গল্প
গীতি ।
বৃক্ষের ডালে ঝরা পাতার মর্মরে বাজে সবুজ
প্রকৃতির নীরব ধ্বনি । বসন্তে, আকাশে
উড়ে থোকাভরা সাদা তুলা শিমুল
দু’নয়নে মায়ের মুখের স্মৃতি, দোলনায় দোলা
হৃদয়ের সুখেতে আকুল ।
চাঁদ মামার জোৎস্না তারায় উজ্জ্বল আভায়
নীলাকাশে এখনও গুনি শৈশবের
ফেলে আসা সেই সুদিন । ঐ দেখি,
ঊষার স্বপনে সূর্য উঠার সুন্দর কিরণ লাল রঙিন,
মায়ের বুকের মাঝে শুধাই আমার শ্রদ্ধায়
ভালোবাসায় অশ্রুজলে স্নেহের এতো ঋণ।

 

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!