ক্যারিয়ারের ১৩ বছর হলেও কখনো মায়ের সঙ্গে বড় পর্দায় সিনেমা দেখা হয়নি অভিনেতা আরিফিন শুভর। পর্দায় যাকে দেখে দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করেন, তাকে প্রথমবারের মতো পর্দায় দেখলেন চিত্রনায়কের মা খাইরুন নাহার।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে সন্ধ্যার শোয়ে আরিফিন শুভ অভিনীত ‘ব্ল্যাক ওয়ার’ চলে। এদিন অভিনেতার মা ছেলের অভিনীত এই সিনেমা উপভোগ করেন।
নিজের অভিনীত সিনেমা প্রথমবার বড় পর্দায় মা দেখায় উচ্ছ্বসিত নায়ক। তিনি বলেন, আমাকে পর্দায় প্রথম দেখলো মা। আপনারা জানেন তিনি মানসিক ও শারীরিকভাবে অসুস্থ। তারপরও তাকে নিয়ে এসেছি। আমার জীবদ্দশায় মাকে আমার সিনেমা দেখাতে পেরে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা।
তারকা ছেলে ও তার মা একসঙ্গে বসে সিনেমা দেখেছেন। সিনেমা দেখার পর ছেলের ব্যাপারে কী বলেছেন তার মা—জানতে চাইলে ‘মিশন এক্সট্রিম’র নায়ক বলেন, আমি মায়ের পাশে বসে সিনেমা দেখেছি। এ সময় মা জানতে চেয়েছে কীভাবে দুবাই গেলাম, কেন গোলাগুলি করেছি।
প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি থেকে প্রেক্ষাগৃহে চলছে ‘ব্ল্যাক ওয়ার’। কপ ক্রিয়েশনের প্রযোজনায় সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।
পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান শওদাগর প্রমুখ।
খুলনা গেজেট/ এসজেড